প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Modi) সরাসরি ফোন করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ় ইনাসিও লুলা দা সিলভা। প্রায় এক ঘণ্টা ধরে চলল দুই রাষ্ট্রনেতার গভীর আলাপ। আলোচনার মূল কেন্দ্রবিন্দু—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপিয়ে দেওয়া শুল্ক বা ট্যারিফ, যা বর্তমানে ভারত ও ব্রাজিল—দুই দেশকেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে।
ট্রাম্পের সিদ্ধান্তে ভারতকে শাস্তি দেওয়া হচ্ছে রাশিয়া থেকে তেল আমদানির জন্য, আর ব্রাজিলকে টার্গেট করা হয়েছে মূলত রাজনৈতিক উদ্দেশ্যে—পূর্বতন প্রেসিডেন্ট জয়েস বলসেনারোকে ফিরিয়ে আনার চাপ তৈরি করতে (PM Modi) । ফলত দুই দেশের উপরই পড়েছে ভারী শুল্কের খাঁড়া, যা সরাসরি প্রভাব ফেলছে বাণিজ্যে।
এই পরিস্থিতিতে ব্রাজিলের প্রেসিডেন্ট আগেই জানিয়েছিলেন—তিনি এই ইস্যুতে কথা বলবেন না ট্রাম্পের সঙ্গে, বরং যোগাযোগ করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Modi) সঙ্গে। সেই প্রতিশ্রুতি রাখলেনও। গতকাল ফোনে দীর্ঘ আলোচনায় দুই দেশ কীভাবে একে অপরকে সহযোগিতা করতে পারে, বিশেষত বাণিজ্য ও আন্তর্জাতিক কূটনীতিতে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় (PM Modi) ।
আলাপের পর এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী মোদী জানান—দুই দেশের সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং আসন্ন ব্রিকস সম্মেলনে ব্রাজিল সফরের কথাও আলোচনায় এসেছে। আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে এই ফোনালাপকে দুই উদীয়মান অর্থনীতির কৌশলগত ঐক্যের বড় ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।