তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ অন্দরে বড়সড় পরিবর্তনের পর হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। গত সোমবার তৃণমূলের এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর তিনি চিফ হুইপ পদে ইস্তফা দেন। শুধু তাই নয়, লোকসভায় দলীয় কার্যকলাপের দায়িত্ব থেকেও তাঁকে (Kalyan Banerjee) সরিয়ে দেওয়া হয়েছে। অসুস্থ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতে এই দায়িত্ব সামলাচ্ছিলেন কল্যাণ, কিন্তু এখন সেই ভার অর্পণ করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে। আর চিফ হুইপের পদ পেয়েছেন কাকলি ঘোষ দস্তিদার।
ঘটনাটির পর বুধবার সংসদের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তিনি বলেন, “নতুন যিনি চিফ হুইপ হয়েছেন, তাঁর জন্য আমার শুভেচ্ছা রইল। আশা করি, আমার থেকে ভালো পারফর্ম করবেন এবং আমাকে অযোগ্য প্রমাণ করবেন। যারা পরবর্তীতে এই দায়িত্ব নেবেন, তাঁরা যদি ভাল কাজ করেন, তাহলে দলেরই লাভ হবে।”
এখানেই থামেননি কল্যাণ (Kalyan Banerjee)। নিজের ইস্তফা প্রসঙ্গে তাঁর মন্তব্য—“জীবনে যা কিছু হয়, তা ভালর জন্যই হয়। ভগবান যা করেন, তা ভালর জন্যই করেন।” এর পর কোর্টে মামলা থাকার কথা উল্লেখ করে তিনি দ্রুত সরে যান।
উল্লেখযোগ্য বিষয়, সোমবারের বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় দলের পারফরম্যান্স নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। সেই বৈঠকের পরপরই কল্যাণকে দায়িত্ব থেকে সরানো হয়, আর পরে তাঁর ইস্তফাপত্রও গ্রহণ করেন মমতা। ফলে এই পরিবর্তনকে ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা তৈরি হয়েছে।