Shopping cart

TnewsTnews
  • Home
  • অফবিট
  • গোলাপ পাপড়িতে রাজকীয় রূপচর্চা! ফ্রেশ লুক আর সফট স্কিন পেতে এই টিপস মিস করবেন না!
নারী

গোলাপ পাপড়িতে রাজকীয় রূপচর্চা! ফ্রেশ লুক আর সফট স্কিন পেতে এই টিপস মিস করবেন না!

rose petals
Email :23

রূপচর্চার ইতিহাসে গোলাপের (Rose Petals) ব্যবহার নতুন কিছু নয়। রানি পদ্মিণী থেকে ক্লিওপেট্রা—গোলাপ ফুল ছিল তাঁদের সৌন্দর্য রক্ষার অন্যতম গোপন অস্ত্র। আজও সেই প্রাকৃতিক উপাদানটি একইভাবে কাজে আসে, যদি আপনি জানেন ঠিকভাবে কীভাবে ব্যবহার করতে হবে। বাড়িতে বসেই খুব সহজে তৈরি করে ফেলতে পারেন গোলাপ পাপড়ি দিয়ে তৈরি অসাধারণ কিছু ফেসপ্যাক, যা আপনার ত্বককে ফিরিয়ে দেবে রাজকীয় উজ্জ্বলতা।

প্রথমেই একটি পাত্রে কিছুটা গোলাপ পাপড়ি নিন (Rose Petals) এবং জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন। জল ফুটে গেলে ঠান্ডা করে তা ছেঁকে নিয়ে একটি পরিষ্কার শিশিতে ভরে ফ্রিজে রেখে দিন। এই গোলাপজল (Rose Petals) ঘরে তৈরি টোনার হিসেবে দারুণ কার্যকর। বাইরে থেকে ফিরে ক্লান্ত ত্বকে স্প্রে করলেই তা মুহূর্তে হয়ে উঠবে সতেজ ও প্রাণবন্ত।

এছাড়া, গোলাপজল (Rose Petals) দিয়ে ঘরেই বানিয়ে ফেলতে পারেন দারুণ কার্যকর একটি ফেসপ্যাক। পরিমাণমতো বেসনের সঙ্গে অল্প গরম দুধ ও গোলাপজল মিশিয়ে নিন। এই প্যাকটি রোদে পোড়া ও নিস্তেজ ত্বকে ব্যবহার করলে দ্রুতই তা ফিরে পাবে প্রাকৃতিক উজ্জ্বলতা।

শুষ্ক ত্বকের জন্য আরও একটি ঘরোয়া টিপস—একটু নারকেল তেলের সঙ্গে কয়েকটি গোলাপ পাপড়ি মিশিয়ে হালকা গরম করুন। ঠান্ডা হলে হাতে-পায়ে মেখে নিন। শীতকাল হোক বা বর্ষা, শুষ্ক ত্বকে এটি অনবদ্যভাবে কাজ করে।

তাই আর দেরি কেন? নামী ব্র্যান্ডের কেমিক্যাল-ভরা প্রসাধনীর বদলে এইবার বেছে নিন প্রকৃতির উপহার গোলাপের জাদু। রাজকীয় রূপচর্চা এখন আপনার হাতের মুঠোয়!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts