পশ্চিমবঙ্গে বৃষ্টির যেন বিরাম নেই! নাগাড়ে টানা বর্ষণে হাঁফিয়ে উঠেছে রাজ্যবাসী (Weather Update)। কিন্তু দুঃসংবাদ, এখনই স্বস্তির কোনো আশা নেই। আলিপুর আবহাওয়া দফতর স্পষ্ট জানিয়ে দিয়েছে—আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ প্রবল ঝড়বৃষ্টি চলবে (Weather Update)। ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, ফলে ভয়াবহ অবস্থা আরও তীব্র হতে চলেছে।
উত্তরবঙ্গের পাঁচ জেলায় — দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার — ইতিমধ্যেই ‘অতি ভারী বৃষ্টির’ সতর্কতা জারি হয়েছে। সেখানে পরিস্থিতি বিপজ্জনক রূপ নিতে পারে যেকোনো মুহূর্তে (Weather Update)।
দক্ষিণবঙ্গের জেলাগুলির চিত্রও ভয়াবহ—হুগলি, হাওড়া, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ অংশ ইতিমধ্যেই জলের তলায় (Weather Update)। বহু জায়গায় রাস্তা ভেঙে বিপজ্জনক গর্ত তৈরি হয়েছে, কোথাও আবার পিচের আস্তরণ উঠে গিয়ে রাস্তায় কাদা-জলের খেলা। শহরের প্রাণকেন্দ্র কলকাতাও এর বাইরে নয়। যানজট, দুর্ঘটনা ও গর্তে পড়ে আহত হওয়ার ঘটনা নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে (Weather Update)।
আবহাওয়াবিদদের মতে, এই দুর্যোগের মূল কারণ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত। যার জেরে নিরবচ্ছিন্ন বর্ষণে রাজ্যের একাধিক অঞ্চল কার্যত বানভাসি।
হুগলি ও পুরুলিয়ার কিছু এলাকায় ইতিমধ্যেই জলস্তর এতটাই বেড়ে গিয়েছে যে মৃতদেহ পর্যন্ত ভেলায় ভাসিয়ে নিয়ে যেতে হচ্ছে। এই হৃদয়বিদারক দৃশ্য রাজ্যের বৃষ্টিপীড়িত অবস্থার বাস্তব চিত্র তুলে ধরেছে।
বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই, বরং আগামী দিনগুলিতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেই মনে করা হচ্ছে। এখন প্রশ্ন, কতটা প্রস্তুত আমাদের প্রশাসন? আর কতদূর এই দুর্যোগের মুখে দাঁড়িয়ে লড়বে সাধারণ মানুষ?