Shopping cart

TnewsTnews
  • Home
  • অফবিট
  • ‘জোড়া কলা খাওয়া মানেই যমজ সন্তান!’ — গর্ভবতীদের জন্য বড় বিপদ হতে পারে এই ভুল! কী বলছে ধর্ম, কী বলছে বিজ্ঞান?
স্বাস্থ্য

‘জোড়া কলা খাওয়া মানেই যমজ সন্তান!’ — গর্ভবতীদের জন্য বড় বিপদ হতে পারে এই ভুল! কী বলছে ধর্ম, কী বলছে বিজ্ঞান?

double bananas
Email :6

জোড়া কলা (Bananas) খাওয়া নিয়ে সমাজে নানা ধরনের কুসংস্কার বহুদিন ধরেই প্রচলিত। অনেকের বিশ্বাস, জোড়া কলা খেলে জীবনে আসে দুর্ভাগ্য বা কোনো বড় বিপদ! বিশেষ করে গর্ভবতী মহিলাদের জোড়া কলা খাওয়া উচিত নয়, এমন ধারণা অনেক বাড়িতেই শোনা যায়। কেউ কেউ বলেন, এর ফলে (Bananas) যমজ সন্তান জন্ম নিতে পারে—যা অনেকের কাছে ভয়ঙ্কর পরিণতির মতো মনে হয়।

আসলে, বহু ধর্মীয় বিশ্বাস ও লোকাচারে এই ফলটি বিশেষ স্থান পেয়েছে। কোনও শুভ অনুষ্ঠানে বা পুজোয় কলার (Bananas) ব্যবহার একটি সাধারণ রীতি। কলা ব্যবহার করা হয় দেব-দেবীর নৈবেদ্যতেও। এমনকী, অনেক পূজায় জোড়া কলাই লাগে। কিন্তু সেই একই জোড়া কলা যদি কেউ খেয়ে নেন, তখন কেনই বা তাকে (Bananas) অশুভ বলা হচ্ছে?

অনেক প্রবীণ মানুষদের মতে, বিশেষ করে মহিলাদের জোড়া কলা (Bananas) খাওয়া একেবারেই অনুচিত। তা না হলে নাকি ভবিষ্যতে সমস্যা হতে পারে। যদিও এই ধারণার পিছনে কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। চিকিৎসক ও পুষ্টিবিদরা বরং বলছেন, কলা একটি অত্যন্ত পুষ্টিকর ফল। এতে রয়েছে প্রচুর ক্যালসিয়াম ও শক্তি। রোজ একটি কলা খেলে শরীর ভালো থাকে, হাড় মজবুত হয় এবং দেহে শক্তি আসে।

তবে কুসংস্কার এতটাই গা-মাথা জুড়ে রেখেছে আমাদের সমাজে যে, অনেকেই আজও মনে করেন—জোড়া কলা মানেই অশুভ, মানেই বিপদ! কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন।

📌 বিঃ দ্রঃ এই প্রতিবেদনটি ধর্মীয় বিশ্বাস এবং বৈজ্ঞানিক ব্যাখ্যার সংমিশ্রণে তৈরি। এখানে উপস্থাপিত মতামত কারও অনুভূতিতে আঘাত দেওয়ার উদ্দেশ্যে নয়।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts