কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী থাকলেন যাত্রীরা ও নিরাপত্তা কর্মীরা। সিঙ্গাপুর থেকে কলকাতায় এসে ট্রানজিট লাউঞ্জে বসে থাকার সময় আচমকাই কাচ ভেঙে বাইরে বেরিয়ে পড়ার চেষ্টা করেন বছর পঁচিশের এক বাংলাদেশি যুবক। তাঁর এই আচরণে মুহূর্তেই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে বিমানবন্দরে (Kolkata Airport)।
সূত্রের খবর অনুযায়ী, ধৃত যুবকের নাম মোহাম্মদ আশরাফুল, বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জে। কাজের সূত্রে তিনি সিঙ্গাপুরে থাকতেন। শুক্রবার দুপুরে তিনি একটি আন্তর্জাতিক বিমানে করে সিঙ্গাপুর থেকে কলকাতা আসেন। কলকাতা থেকে তাঁর ঢাকায় ফিরে যাওয়ার কথা ছিল (Kolkata Airport)।
ঘটনার সময় ইন্টারন্যাশনাল ট্রানজিট লাউঞ্জে বসে ছিলেন আশরাফুল । সেখান থেকেই হঠাৎ করেই কাচের দেওয়াল ভেঙে বিমানবন্দরের বাইরে যাওয়ার চেষ্টা করেন তিনি। সঙ্গে সঙ্গে সিআইএসএফ জওয়ানরা তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আশরাফুল কিছু অসংলগ্ন ও বিভ্রান্তিকর মন্তব্য করতে থাকেন। সূত্র জানায়, তিনি বলছিলেন, “আল্লাহ তাঁকে বলেছে সূর্যের আলোতেই তাঁর শক্তি বাড়বে।” এমন মন্তব্যে তার মানসিক অবস্থান নিয়েও প্রশ্ন উঠছে।
পরে সিআইএসএফ তাঁকে এনএসসিবিআই বিমানবন্দর থানার (Kolkata Airport) পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাঁকে গ্রেফতার করেছে এবং বিধাননগর কমিশনারেটের অধীনে তদন্ত শুরু হয়েছে।
ঘটনাটি শুধু নিরাপত্তা নিয়ে নয়, ওই যুবকের মানসিক স্থিতি ও উদ্দেশ্য নিয়েও জোরদার প্রশ্ন তুলে দিয়েছে প্রশাসনের কাছে। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।