Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • ১০০ কোটির অফার ফিরিয়ে বাবার ক্ষতি? জুনেইদকে ধুয়ে দিলেন আমির খান, জানুন কী ঘটেছিল
বিনোদন

১০০ কোটির অফার ফিরিয়ে বাবার ক্ষতি? জুনেইদকে ধুয়ে দিলেন আমির খান, জানুন কী ঘটেছিল

aamir and his son
Email :6

বলিউডে স্বজনপোষণের বিতর্ক বহু পুরনো। খান কিংবা কাপুরদের সন্তানদের ‘নেপো কিড’ বলে কটাক্ষ করাটা যেন এখন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। তবে এবার সেই একই অভিযোগ তুললেন স্বয়ং আমির খান (Aamir Khan), তাও নিজের ছেলে জুনেইদ খানের বিরুদ্ধে! হ্যাঁ, ঠিকই পড়ছেন — ‘মিস্টার পারফেকশনিস্ট’ নিজেই ছেলেকে প্রকাশ্যে তুলোধোনা করলেন (Aamir Khan)।

সম্প্রতি মুক্তি পেয়েছে আমির খানের (Aamir Khan) নতুন ছবি ‘সিতারে জমিন পর’। সিনেমা হলে মুক্তির পর যথেষ্ট প্রশংসা পেয়েছে এই ছবি। আর সেই সিনেমা এবার ১০০ টাকার বিনিময়ে ইউটিউবেও রিলিজ করেছেন আমির (Aamir Khan) — যাতে ঘরে বসেই দেশের প্রত্যন্ত কোণার দর্শকরাও সিনেমাটি দেখতে পারেন।

ঠিক তখনই ঘটে এই কাণ্ড। জুনেইদ খান নিজের বাড়িতে কিছু বন্ধুবান্ধবকে ডেকে নিয়ে আমিরের (Aamir Khan) ছবি দেখাচ্ছিলেন ব্যক্তিগত স্ক্রিনিংয়ের মতো করে। হঠাৎই সেই মুহূর্তে ঘরে ঢুকে পড়েন আমির খান এবং চক্ষু চড়কগাছ! জিজ্ঞেস করে জানতে পারেন, পুরো পরিকল্পনাটাই ছিল জুনেইদের। এরপরই অভিনেতা রীতিমতো মেজাজ হারিয়ে ছেলেকে বলেন (Aamir Khan)— “নিষ্কর্মা, অকম্মার ঢেকি, নেপো কিড!”

ঘটনার এখানেই শেষ নয়। জুনেইদ বাবার সিনেমার বিখ্যাত সংলাপ নকল করে বলে ওঠেন, “আজ আমি জানতে পারলাম আপনি পুরুষ নন, মহাপুরুষ।” তাতেই আরও ক্ষুব্ধ হন আমির। তিনি বলেন, “তুইই বলেছিলি মাল্টিস্টারার সিনেমা করতে। তোর কথা শুনেই ‘ঠাগস অফ হিন্দোস্তান’ বানালাম, আর আজও সেই জন্য গালিগালাজ শুনে চলেছি।”

জুনেইদ এরপর যুক্তি দেন যে তিনি একশো কোটির প্রস্তাব ফিরিয়ে দিয়ে সিনেমাটি ইউটিউবে রিলিজ করানোর পক্ষেই সায় দিয়েছিলেন। তাতে আরও ক্ষেপে গিয়ে আমির ছেলেকে একহাত নেন।

তবে পরে জানা যায়, পুরো ঘটনাটি ছিল আসলে এক প্রচারমূলক ভিডিও— যার উদ্দেশ্য নতুন সিনেমার ইউটিউব রিলিজকে ঘিরে আলোচনার সূত্রপাত ঘটানো। আমির খান নিজেই সেই ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করেন।

তবে প্রশ্ন থেকেই যাচ্ছে— এটা কি নিছক প্রচার, না কি ইঙ্গিত আরও বড় কোনও পারিবারিক সিনেমার দিকে? বলিউডে আমিরের মতো ‘পারফেকশনিস্ট’ জানেন ঠিক কীভাবে কৌতূহল তৈরি করতে হয়!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts