Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • সাংবিধানিক জটের মধ্যে চূড়ান্ত নাটক! ৯ সেপ্টেম্বরেই ঠিক হবে দেশের নতুন উপরাষ্ট্রপতি!
দেশ

সাংবিধানিক জটের মধ্যে চূড়ান্ত নাটক! ৯ সেপ্টেম্বরেই ঠিক হবে দেশের নতুন উপরাষ্ট্রপতি!

election commission a
Email :15

ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি (Vice President) কে হচ্ছেন, তা জানতে আর বেশি অপেক্ষা নয়। আজ, শুক্রবার জাতীয় নির্বাচন কমিশন ১৭তম উপরাষ্ট্রপতি নির্বাচনের নির্ধারিত দিনক্ষণ ঘোষণা করল। জগদীপ ধনকড়ের আচমকা ইস্তফার (Vice President) পর থেকেই জল্পনার পারদ চড়ছে দিল্লির রাজনৈতিক মহলে। এবার আনুষ্ঠানিকভাবে শুরু হল তাঁর উত্তরসূরি বাছার প্রক্রিয়া।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৭ আগস্ট প্রকাশিত হবে নির্বাচন সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি (Vice President) । মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২১ আগস্ট। তার ঠিক পরের দিন, অর্থাৎ ২২ আগস্ট হবে মনোনয়ন যাচাই (Vice President) । মনোনয়ন প্রত্যাহারের জন্য সময় দেওয়া হয়েছে ২৫ আগস্ট পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৯ সেপ্টেম্বর, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এই ভোটে অংশ নেবেন দেশের দুই কক্ষের সাংসদরা।

উল্লেখ্য, উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনকড়ের আচমকা ইস্তফার ফলে মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচন করাতে বাধ্য হচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। সংবিধানের নিয়ম অনুযায়ী, উপরাষ্ট্রপতির পদ শূন্য হলে ৬ মাসের মধ্যে নতুন নির্বাচন করাতে হয়। ঠিক সেই অনুযায়ী এবার নির্ধারিত হল ভোটের দিন।

এমন পরিস্থিতিতে ভারতে এই নিয়ে তৃতীয়বার এমন ঘটনা ঘটল, যেখানে উপরাষ্ট্রপতি নির্বাচন হল নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই। আপাতত রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ সাময়িকভাবে উপরাষ্ট্রপতির দায়িত্ব সামলাচ্ছেন। তবে আগামী ৯ সেপ্টেম্বরের ভোটেই ঠিক হয়ে যাবে—কে বসবেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts