লোকসভায় শুনে বিস্মিত অনেকে— বিজেপি সাংসদ এবং জনপ্রিয় অভিনেতা রবি কিশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে অনুরোধ জানালেন, দেশজুড়ে ধাবা থেকে শুরু করে পাঁচতারা হোটেল পর্যন্ত খাবারের দাম এবং পরিমাণে যেন একরকম নিয়ম-কানুন চালু করা হয়।
বুধবার লোকসভার শূন্য সময়ে গোরখপুরের সাংসদ রবি কিশন বলেন, “আমি আজও বুঝে উঠতে পারি না—এক জায়গায় এক দাম দিয়ে ছোট প্লেটে সামোসা (Samosa), আর অন্য জায়গায় সেই একই দামে বড় প্লেটে সামোসা দেওয়া হচ্ছে! হাজার হাজার কোটির এই ফুড মার্কেটে কোনও নির্দিষ্ট নিয়ম নেই, কোনও মানদণ্ড নেই (Samosa)।”
তিনি আরও অভিযোগ করেন, “একটা ডাল তড়কা কোথাও ১০০ টাকায়, কোথাও ১২০ টাকায়, আবার পাঁচতারা হোটেলে গিয়ে তার দাম ১,০০০ টাকা হয়ে যায়! এটা কেমন ন্যায্যতা?”
এই মন্তব্যে দেশজুড়ে আলোড়ন পড়ে যায় (Samosa)। কংগ্রেস মুখপাত্র সুরেন্দ্র রাজপুত কটাক্ষ করে বলেন, “রবি কিশন যদি এতই সাহসী হন, তাহলে কি তিনি বলতে পারবেন, আদানির পরিচালিত বিমানবন্দরে সামোসার (Samosa) দাম নিয়ন্ত্রণ করা হবে?”
এই কটাক্ষের জবাবে বিজেপি মুখপাত্র রাকেশ ত্রিপাঠী বলেন, “কংগ্রেস সংসদীয় কাজকর্ম নিয়ে মোটেও আগ্রহী নয়। যখন কোনও সাংসদ জনস্বার্থে সত্যিকারের ইস্যু তোলে, তখন সেটাকে উপহাস করা কংগ্রেসের পুরনো অভ্যাস (Samosa)। ওদের কাজই হল হাউসের কাজ বাধা দেওয়া, হট্টগোল করা।”
তিনি আরও বলেন, “একটি সামোসা বা ফুড স্টলের দামের মতো বিষয়ও কি জনস্বার্থ নয়? সাধারণ মানুষের পকেটে এর প্রভাব পড়ে না? তাহলে বিষয়গুলো নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ কেন করা হচ্ছে?”
প্রসঙ্গত, দেশে রেস্টুরেন্ট, ধাবা, এবং হোটেলে খাবারের দামের কোনও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ নেই। ফলে সাধারণ মানুষকে কোথাও অতিরিক্ত দাম গুনতে হয়, কোথাও কম মানের খাবারে ঠকতে হয়। রবি কিশনের এই উদ্যোগে অনেকেই প্রশ্ন তুলছেন—এটা কি জনস্বার্থের বাস্তব ইস্যু, নাকি লোক হাসানোর মতোই কিছু?