Shopping cart

TnewsTnews
  • Home
  • ব্যবসা
  • ৮৪ মিলিয়ন ডলারের ‘অপরাধ’! ইরান থেকে তেল কিনতেই মার্কিন নিষেধাজ্ঞায় ভারতীয় সংস্থা
বিদেশ

৮৪ মিলিয়ন ডলারের ‘অপরাধ’! ইরান থেকে তেল কিনতেই মার্কিন নিষেধাজ্ঞায় ভারতীয় সংস্থা

us sanction
Email :9

ভারতের ছয়টি বেসরকারি সংস্থার (Indian Companies Sanctioned) উপর একযোগে নিষেধাজ্ঞা চাপাল মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। কারণ একটাই—এই সংস্থাগুলি ইরানের কাছ থেকে পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্য আমদানি করেছে। আর আমেরিকার মতে, এটি তাদের নিষেধাজ্ঞা নীতির সরাসরি লঙ্ঘন।

সম্প্রতি মধ্যপ্রাচ্যে ইরান ও ইজরায়েলের মধ্যে প্রবল উত্তেজনার আবহে, ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে আমেরিকা (Indian Companies Sanctioned)। তাদের দাবি, ইরান জ্বালানি বিক্রি করে যে বিপুল অর্থ সংগ্রহ করছে, তা খরচ হচ্ছে সন্ত্রাসবাদে মদত দিতে এবং মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও উসকে দিতে(Indian Companies Sanctioned)। সেই অর্থের স্রোত বন্ধ করতেই তারা বিশ্বের বিভিন্ন দেশের কোম্পানিগুলোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে, যারা ইরানের সঙ্গে সক্রিয় বাণিজ্য চালাচ্ছে।

এই তালিকায় এবার উঠে এল ভারতের ছয়টি সংস্থার (Indian Companies Sanctioned) নাম। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের রাজস্ব উৎস বন্ধ করতে ২০টি আন্তর্জাতিক কোম্পানির উপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। তার মধ্যে ভারতের রয়েছে ছ’টি কোম্পানি। এই সংস্থাগুলি হল—Alchemist Solution Pvt. Ltd, Global Industrial & Chemical Ltd, Jupiter Dye Chem Pvt. Ltd, Ramniklal S Gosalia & Co., Persistent Petrochem Pvt. Ltd, এবং আরও একটি সংস্থা।

সবচেয়ে বড় অভিযোগের মুখে পড়েছে মুম্বই-ভিত্তিক Alchemist Solution Pvt. Ltd. মার্কিন দাবি, ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে এই সংস্থাটি ইরানের একাধিক পেট্রোকেমিক্যাল সংস্থার থেকে প্রায় ৮৪ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে। একইভাবে Global Industrial Chemical Ltd. আমদানি করেছে প্রায় ৫১ মিলিয়ন ডলারের পণ্য।

এই নিষেধাজ্ঞা আদতে শুধু বাণিজ্যিক নয়, কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও এক বড় ধাক্কা বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। কারণ এতদিন ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্ক যতই দৃঢ় হোক না কেন, এভাবে একসঙ্গে ছ’টি ভারতীয় সংস্থার উপর নিষেধাজ্ঞা চাপানো এক বিরল ঘটনা।

তবে ভারতের তরফে এই বিষয়ে এখনও সরকারি কোনও প্রতিক্রিয়া মেলেনি। কিন্তু আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে—এই নিষেধাজ্ঞা কি আদতে ভারতের উপর অঘোষিত ‘চাপ সৃষ্টি’র কৌশল? এবং এর পিছনে কি রাশিয়া-ইরান সম্পর্কের সূত্র ধরেই আমেরিকার প্রতিক্রিয়া আরও তীব্র হচ্ছে?

ভারতকে এবার কী জবাব দিতে হবে ওয়াশিংটনকে? নিষেধাজ্ঞার ছায়া কি এবার দুই দেশের সম্পর্কেই প্রভাব ফেলবে? উত্তর খুঁজছে আন্তর্জাতিক রাজনীতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts