Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • “চাকরি গিয়েছে, ভাতা কেন নয়?”—সিঙ্গল বেঞ্চের স্থগিতাদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ রাজ্যের! উত্তেজনার পারদ চড়ছে!
রাজ্য

“চাকরি গিয়েছে, ভাতা কেন নয়?”—সিঙ্গল বেঞ্চের স্থগিতাদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ রাজ্যের! উত্তেজনার পারদ চড়ছে!

calcutta high court
Email :11

এসএসসি-তে দুর্নীতির অভিযোগে চাকরি হারানো গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের জন্য রাজ্য সরকারের ঘোষিত মাসিক ভাতা বিতর্কে ফের গড়াল আদালতে (Calcutta High Court)। বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চ যে ভাতা প্রদান প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়েছিলেন, এবার সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চে মামলা করল রাজ্য সরকার।

রাজ্যের সাফ দাবি, এই ভাতা নিছক অনুদান নয়—চাকরি হারিয়ে পড়া মানসিক বিপর্যয় আর সামাজিক অবস্থান রক্ষার্থেই এই সিদ্ধান্ত। রাজ্যের (Calcutta High Court) যুক্তি, সুপ্রিম কোর্টে রিভিউ মামলা চলাকালীন, এই ভাতা দেওয়া আইনি ও মানবিকভাবে সঙ্গত।

সরকারের তরফে জানানো হয়েছিল, চাকরি হারানো গ্রুপ সি কর্মীদের জন্য মাসে ২৫ হাজার এবং গ্রুপ ডি কর্মীদের জন্য ২০ হাজার টাকা করে দেওয়া হবে। সেই ঘোষণা ঘিরেই আদালতে (Calcutta High Court) মামলা করেন ২০১৬ সালের ওয়েটিং লিস্টে থাকা বেশ কিছু চাকরিপ্রার্থী, যাঁদের দাবি তাঁরা প্রকৃত যোগ্য, অথচ বঞ্চিত।

শুনানির সময়ে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তোলেন, কেন শুধু চাকরি হারানোদের ভাতা দেওয়া হবে? বেকার অন্য প্রার্থীরা কি তাহলে উপেক্ষিত? এই প্রশ্ন তুলে ভাতা প্রদান স্থগিত রাখার নির্দেশ দেন তিনি।

এই রায়েই আপত্তি জানিয়ে রাজ্য এবার দ্বারস্থ হয়েছে ডিভিশন বেঞ্চের। আইনজীবীদের একাংশ বলছেন, এসএসসি নিজস্ব রুল মেনে চলতে পারে—শীর্ষ আদালতের সাম্প্রতিক পর্যবেক্ষণেই তা স্পষ্ট। সেই ব্যাখ্যাকে হাতিয়ার করেই উচ্চতর আদালতে ভরসা রাখছে রাজ্য।

এখন দেখার, ডিভিশন বেঞ্চ কী রায় দেয়। স্থগিত ভাতা চালু হবে কি না, নাকি বিতর্ক আরও গড়াবে সুপ্রিম কোর্ট পর্যন্ত—সেদিকে তাকিয়ে গোটা রাজ্য প্রশাসন, চাকরি খোয়ানো প্রার্থীরা এবং আদালত মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts