Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • নিয়োগ কাণ্ডে বড় ধাক্কা! মানিক-স্ত্রী-পুত্রের মামলা বাতিলের আর্জি খারিজ করল হাইকোর্ট
রাজ্য

নিয়োগ কাণ্ডে বড় ধাক্কা! মানিক-স্ত্রী-পুত্রের মামলা বাতিলের আর্জি খারিজ করল হাইকোর্ট

manik bhattacharya
Email :6

নিয়োগ দুর্নীতি মামলায় একসময় গ্রেফতার হয়েছিলেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি এবং বর্তমান তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। বর্তমানে তিনি জামিনে মুক্ত হলেও, আইনি ঝামেলা কিছুতেই পিছু ছাড়ছে না। এবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ইডির দায়ের করা মামলাটি থেকে সম্পূর্ণ অব্যাহতি চাইলেন মানিক ভট্টাচার্য, তাঁর স্ত্রী শতরূপা ভট্টাচার্য এবং পুত্র সৌভিক ভট্টাচার্য। তবে সেই আবেদনেও তেমন সাড়া দিল না আদালত।

সোমবার হাইকোর্ট (Calcutta High Court) জানায়, এখনই তাঁদের আবেদন মঞ্জুর করা যাচ্ছে না। বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দিয়েছেন, আগামী চার সপ্তাহের মধ্যে ইডিকে হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানাতে হবে। এরপর পরবর্তী এক সপ্তাহের মধ্যে মানিক এবং তাঁর পরিবারের সদস্যদের সেই হলফনামার জবাব দিতে হবে। এর আগেই মানিক ভট্টাচার্য ও তাঁর পরিবার নিম্ন আদালতের বিচারপ্রক্রিয়া স্থগিত রাখার আর্জিও জানিয়েছিলেন, কিন্তু হাইকোর্ট সেই আর্জিও খারিজ করে দেয় (Calcutta High Court)।

প্রসঙ্গত, ২০২২ সালের ১১ অক্টোবর শিক্ষা দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। প্রথমে দীর্ঘদিন ইডির হেফাজতে থাকার পর প্রেসিডেন্সি জেলে বন্দি রাখা হয় তাঁকে। অবশেষে ২০২3 সালের সেপ্টেম্বরে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) থেকে শর্তসাপেক্ষে জামিন পান তিনি। জামিনে মুক্ত হওয়ার পর সংবাদমাধ্যমে মুখ খুলে বলেছিলেন, “সত্যের জয় হবেই।”

তবে মামলার পরিসরে শুধু মানিক নন, তাঁর স্ত্রী শতরূপা এবং পুত্র সৌভিক ভট্টাচার্যকেও গ্রেফতার করেছিল ইডি। কয়েক মাস হেফাজতে থাকার পর কলকাতা হাইকোর্ট শতরূপাকে জামিন দেয়। অন্যদিকে, সুপ্রিম কোর্ট থেকে জামিন পান সৌভিক ভট্টাচার্য।

তবে জামিনে মুক্ত থাকলেও মামলার দায় থেকে মুক্তি মেলেনি কারও। নিম্ন আদালতে এখনও বিচারপ্রক্রিয়া চলছে এবং সেই অনুযায়ী নিয়মিত হাজিরা দিচ্ছেন মানিক ভট্টাচার্য ও তাঁর পরিবার। এই অবস্থাতেই তারা মামলা থেকে সম্পূর্ণ অব্যাহতি ও নিম্ন আদালতের শুনানি স্থগিত রাখার আবেদন জানালেও হাইকোর্ট সেই প্রস্তাবে সায় দেয়নি।

এই মামলার আগামী পর্বে কী হয়, তার দিকেই তাকিয়ে রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts