ব্যাডমিন্টন খেলতে নেমে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মর্মান্তিক মৃত্যু হল ২৫ বছর বয়সি এক যুবকের। রবিবার সন্ধ্যায় হায়দরাবাদের নাগোল ইনডোর স্টেডিয়ামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে (Viral Video)। মৃত যুবকের নাম গুন্ডলা রাকেশ। একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন তিনি। ব্যাডমিন্টন খেলতে খেলতেই চোখের সামনে সকলের সামনেই মাটিতে লুটিয়ে পড়েন এই তরুণ শাটলার। সেই মুহূর্তের একটি ভিডিও (Viral Video) ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। ভিডিওটি দেখার পর হতবাক নেটপাড়া—অনেকেই প্রশ্ন তুলেছেন, এত অল্প বয়সেই এমন কীভাবে সম্ভব?
ভাইরাল (Viral Video) হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, এক বন্ধুর সঙ্গে ডবলস ম্যাচ খেলছিলেন রাকেশ। ম্যাচ চলাকালীন একটুও অস্বস্তিতে ছিলেন না তিনি। মুখে ছিল হাসি, শরীরে ছিল ফুরফুরে ভাব। শাটল কুড়োতে নিচু হওয়ার সময়েই আচমকা ধপ করে মাটিতে পড়ে যান তিনি (Viral Video)। আশপাশে থাকা খেলোয়াড়েরা সঙ্গে সঙ্গেই তাঁর দিকে ছুটে যান। অনেকে ডাকাডাকিও করেন, কিন্তু কোনও সাড়া মেলে না। একাধিকজন মিলে সিপিআর দেওয়ার চেষ্টা করেন। এরপর তাঁকে দ্রুত কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রাকেশের (Viral Video)।
এই ঘটনায় চরম শোকের ছায়া নেমে এসেছে পরিবার, বন্ধুবান্ধব ও সহকর্মীদের মধ্যে। একই সঙ্গে ফের একবার সামনে এলো তরুণদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ভয়াবহ চিত্র। সাম্প্রতিক সময়ে দেশে একাধিক যুবক খেলার মাঠে, জিমে শরীরচর্চা করতে গিয়ে অথবা নাচতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। চিকিৎসকরা জানাচ্ছেন, এখনকার তরুণদের মধ্যে স্ট্রেস, অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং স্বাস্থ্য পরীক্ষার অভাব এই মৃত্যুগুলির পিছনে বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে।
এক চিকিৎসক বলেন, “তরুণদের মধ্যে এমন ঘটনা বেড়েই চলেছে। প্রত্যেকের, বিশেষ করে ২০-৩০ বছর বয়সিদের বছরে অন্তত একবার সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত। কারণ, হৃদরোগের ঝুঁকি এখন আর বয়স দেখে আসে না। নিয়মিত পর্যবেক্ষণ এবং লাইফস্টাইল সচেতনতা ছাড়া এই ঝুঁকি কমানো যাবে না।”
গুন্ডলা রাকেশের আকস্মিক এই মৃত্যু নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে যুব সমাজে। শুধুমাত্র খেলার মাঠেই নয়, সুস্থ-সবল শরীর নিয়েও যে ভিতরে ভিতরে মৃত্যুর ছায়া ঘুরে বেড়াতে পারে, সেটাই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই মর্মান্তিক দৃশ্য।