Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • ‘আপনি মানসিকভাবে অসুস্থ’—শ্রাবণে মাংস খাওয়ায় তনুশ্রীকে কটাক্ষ নেটপাড়ার!
বিনোদন

‘আপনি মানসিকভাবে অসুস্থ’—শ্রাবণে মাংস খাওয়ায় তনুশ্রীকে কটাক্ষ নেটপাড়ার!

tanushree dutta a
Email :7

বলিউডের প্রাক্তন সেনসেশন তনুশ্রী দত্ত (Tanushree Dutta) ফের চর্চার কেন্দ্রে। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে নিজের আর্থিক সংকট ও মানসিক বিপর্যয়ের কথা জানিয়েছিলেন অভিনেত্রী (Tanushree Dutta)। ভক্তরা তাঁর সেই ভিডিও দেখে যেমন উদ্বিগ্ন হয়েছিলেন, তেমনই সহানুভূতির ঢল নেমেছিল কমেন্ট সেকশনে। কিন্তু সেই রেশ না কাটতেই নতুন বিতর্কে জড়ালেন তনুশ্রী—এইবার শ্রাবণ মাসে মাংস খাওয়া নিয়ে (Tanushree Dutta)!

রবিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন অভিনেত্রী (Tanushree Dutta), যেখানে তিনি খোলাখুলি জানান, শ্রাবণ মাসে উপোস ভেঙে তিনি মাংস খান। তাঁর মতে, নিজের ভালো রাখার সবচেয়ে সহজ ও কার্যকর উপায় হল নিজের পছন্দের খাবার খাওয়া। তিনি (Tanushree Dutta) বলেন, “নেগেটিভ এনার্জি দূর করতে আমি যা খেতে ভালোবাসি, তাই খাই। আয়ুর্বেদের নিয়ম মেনেই আমি মাংস খাই। এতে শরীর ও মন দুইই ভালো থাকে।”

এই ভিডিও সামনে আসতেই তোলপাড় নেটদুনিয়ায়। শ্রাবণের মতো ধর্মীয় ও আধ্যাত্মিক মাসে এমন খাদ্যাভ্যাস শেয়ার করায় ক্ষুব্ধ হয়ে ওঠেন বহু নেটিজেন। কমেন্টে তাঁকে উদ্দেশ করে কেউ বলেন, “আপনি মানসিকভাবে সুস্থ নন, আপনার চিকিৎসার প্রয়োজন।” কেউ বা আবার বলেন, “এই পবিত্র মাসে নিরামিষ খাবারই শ্রেয়। আপনি সেই মর্যাদা রাখেননি।”

তবে কটাক্ষের মুখে নীরব থাকেননি তনুশ্রী। নিজের অবস্থানে অটল থেকে তিনি পালটা লেখেন, “আমি এইভাবেই উপোস করে অভ্যস্ত। এটা আমার ব্যক্তিগত পছন্দ, আমার শরীর, আমার নিয়ম।”

উল্লেখ্য, ২০১৮ সালে বলিউডে ‘মি টু’ আন্দোলনের প্রথম সারিতে ছিলেন তনুশ্রী দত্ত। অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে ঝড় তুলেছিলেন তিনি। যদিও পর্যাপ্ত প্রমাণের অভাবে মামলা বেশিদূর এগোয়নি। এরপর দীর্ঘদিন দেশের বাইরে কাটিয়ে সম্প্রতি আবার ভারতে ফিরে এসেছেন অভিনেত্রী।

নিজের জীবনের একের পর এক কঠিন অধ্যায় নিয়েই এখন সরব সোশ্যাল মিডিয়ায় তনুশ্রী। একদিকে ব্যক্তিগত লড়াই, অন্যদিকে সমাজের দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে নিজের মত প্রকাশ—সব মিলিয়ে ফের খবরের শিরোনামে অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts