ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ ঘিরে চরম উত্তেজনার মধ্যেই সাবেক ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) মন্তব্য নতুন বিতর্ক উসকে দিল। এশিয়া কাপে ভারত ও পাকিস্তান একই গ্রুপে পড়ায় সমগ্র দেশে যখন বয়কটের দাবি উঠেছে, তখন গঙ্গোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন—“খেলা চলতেই হবে”।
তিনি (Sourav Ganguly) স্পষ্টভাবে বলেন, “আমি ঠিক আছি। খেলাটা চলুক। পাহেলগাঁও হামলার মতো ঘটনা একেবারেই কাম্য নয়, সন্ত্রাসবাদের কোনও জায়গা পৃথিবীতে নেই। কিন্তু সেই সঙ্গে খেলাও বন্ধ করা উচিত নয়।” তাঁর (Sourav Ganguly) এই মন্তব্য এসেছে এমন সময়ে, যখন BCCI প্রচণ্ড চাপের মুখেও পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলতে রাজি হয়েছে।
এই বছর এশিয়া কাপ হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান, ওমান ও সংযুক্ত আরব আমিরশাহি। গ্রুপ ‘বি’-তে খেলবে শ্রীলঙ্কা, বাংলাদেশ, হংকং ও আফগানিস্তান। ভারত ও পাকিস্তান প্রথম ম্যাচে মুখোমুখি হবে ১৪ সেপ্টেম্বর। যদি উভয় দল ফাইনালে পৌঁছায়, তাহলে আরও দুইবার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণ দেখা যেতে পারে (Sourav Ganguly) ।
গঙ্গোপাধ্যায়ের বক্তব্য—“ভারত সন্ত্রাসবাদ নিয়ে আগেও কঠোর অবস্থান নিয়েছে, কিন্তু সেটা অতীত। এখন খেলাটা চালিয়ে যাওয়া প্রয়োজন। খেলাধুলাই পারে মানুষকে একত্রিত করতে।”
তাঁর এই মন্তব্য ইতিমধ্যেই ভাইরাল, কেউ সমর্থন করছেন তো কেউ তুলছেন প্রশ্ন—এই অবস্থায় কি আদৌ পাকিস্তানের সঙ্গে মাঠে নামা উচিত? বিতর্ক তুঙ্গে, কিন্তু সৌরভ যেন জানিয়ে দিলেন—মাঠে লড়াই-ই হোক জবাব!