বিনিয়োগের লোভে এবার সর্বস্বান্ত হলেন বিধাননগরের এক মহিলা
(Fraud)। ইউটিউবে বিনিয়োগের লোভনীয় বিজ্ঞাপন দেখে শুরু হয় তাঁর সর্বনাশের যাত্রা। অনলাইন অ্যাপের মাধ্যমে মোটা অঙ্কের মুনাফার প্রলোভনে ধাপে ধাপে খুইয়ে ফেললেন ১ কোটি ২০ লক্ষ টাকা (Fraud)। ঘটনার পরই অভিযোগ দায়ের হয় বিধাননগর সাইবার ক্রাইম থানায়। তদন্তে নেমে পুলিশ খুঁজে বের করল প্রতারণা চক্রের মূল পান্ডাদের। অবশেষে শনিবার রাতে ধৃত দু’জনকে ট্রানজিট রিমান্ডে রাজ্যে নিয়ে আসে পুলিশ (Fraud)।
পুরো ঘটনা ঘনিয়ে ওঠে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। অভিযোগকারিণী বিধাননগরের এক গৃহবধূ (Fraud)। পুলিশকে তিনি জানান, ইউটিউবে একটি অনলাইন ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মের বিজ্ঞাপন দেখে তিনি আগ্রহী হয়ে ওঠেন। বিজ্ঞাপনে থাকা একটি ফোন নম্বরে যোগাযোগ করেন তিনি। অপর প্রান্তে থাকা ব্যক্তি তাঁকে এক নতুন বিনিয়োগ সংক্রান্ত অ্যাপ ডাউনলোড করতে বলেন। প্রথম দিকে সব কিছু স্বাভাবিক মনে হলেও, ধাপে ধাপে শুরু হয় প্রতারণার খেলা (Fraud)।
প্রথমে বিনিয়োগের টাকার উপর প্রচুর লাভ দেখানো হয়। অ্যাপে টাকা জমার সমস্ত হিসেবও ঠিকমতো দেখানো হচ্ছিল। কিন্তু যখন টাকা তোলার সময় আসে, তখনই শুরু হয় নানা অজুহাত। বলা হয়, টাকা তুলতে গেলে আরও কিছু টাকা জমা দিতে হবে। ওই মহিলাও বিশ্বাস করে একাধিক কিস্তিতে টাকা পাঠিয়ে যান। শেষমেশ মোট ১ কোটি ২০ লক্ষ টাকা খুইয়ে বুঝতে পারেন, তিনি চরম প্রতারণার শিকার হয়েছেন।
এরপরই দ্রুত থানায় যান তিনি। শুরু হয় পুলিশি তদন্ত। সূত্র মারফত একাধিক ডিজিটাল লেনদেন ও প্রযুক্তির সাহায্যে অবশেষে খোঁজ মেলে অভিযুক্তদের। শনিবার রাতে পুলিশ চক্রের মূল দুই সদস্যকে গ্রেফতার করে। রাজ্যে নিয়ে এসে তাঁদের জেরা শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই প্রতারণা চক্রে আর কে বা কারা জড়িত, তা জানার চেষ্টা চলছে।