ফরেক্স ট্রেডিংয়ের নাম করে ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর টোপ (Fraud)। মোবাইলে আসা একটি হোয়াটসঅ্যাপ মেসেজ। তারপর একের পর এক ফাঁদ। আর শেষমেশ সর্বস্বান্ত দুর্গাপুরের বাসিন্দা ব্রিজেস ঘোষ (Fraud)। অভিযোগ, নারায়ণপুরে বসে ব্রিজেসবাবুকে এক প্রতারক জালিয়াতি করে হাতিয়ে নেয় প্রায় ১ কোটি ৭১ লক্ষ টাকা! ইতিমধ্যেই বিধাননগর সাইবার ক্রাইম থানায় দায়ের হয়েছে অভিযোগ, এবং পুলিশ গ্রেফতার করেছে বিহারের বাসিন্দা এস কে মোহাম্মদ নামে এক যুবককে (Fraud)।
ঘটনার সূত্রপাত হয় একটি হোয়াটসঅ্যাপ মেসেজ থেকে (Fraud)। ব্রিজেসবাবুর সঙ্গে যোগাযোগ করে প্রতারকরা। ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর প্রলোভন দেখিয়ে তাঁকে ডাউনলোড করানো হয় একটি ভুয়ো মোবাইল অ্যাপ। অ্যাপটি ছিল এমনভাবে বানানো, যেখানে বিনিয়োগকারীদের বোঝানো হতো যে তাঁদের টাকা ফরেক্স মার্কেটে বিনিয়োগ হচ্ছে এবং তারা মুনাফা অর্জন করছে।
প্রথম দিকে সবকিছুই স্বাভাবিক ছিল। ব্রিজেসবাবুকে জানানো হয় যে তার বিনিয়োগ থেকে লাভ আসছে (Fraud)। স্ক্রিনে দেখা যাচ্ছিল লাভের অঙ্ক। মুখে হাসি নিয়ে এগোচ্ছিলেন তিনিও। কিন্তু এরপর যখন নিজের টাকা তুলতে যান, তখনই ফাঁস হয় চক্রান্তের আসল রূপ। কোনও টাকা তুলতে না পেরে বুঝে যান—এটি নিছকই প্রতারণা। সঙ্গে সঙ্গেই ১৭ জুন, তিনি বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানান।
পুলিশ অভিযোগ পেয়েই তদন্তে নামে। প্রযুক্তি এবং মোবাইল ট্র্যাকিংয়ের সাহায্যে পুলিশ জানতে পারে অভিযুক্ত কলকাতাতেই রয়েছে। শেষমেশ অভিযান চালিয়ে ইকবালপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় এস কে মোহাম্মদকে। জানা গিয়েছে, তিনি বিহারের বাসিন্দা এবং এই প্রতারণার মূল হোতা।
পুলিশের প্রাথমিক অনুমান, এর পেছনে আরও একটি বড় চক্র কাজ করছে। অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করে জানা হচ্ছে, কে বা কারা এই চক্রের সঙ্গে যুক্ত। ইতিমধ্যেই ধৃতকে আজ বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়েছে।