আজ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৃতি স্যাননের (Kriti Shanon) জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় একের পর এক শুভেচ্ছাবার্তা ভেসে আসছে তার উদ্দেশে। তবে এর মধ্যেই মন ছুঁয়ে গেল সহ-অভিনেতা ও ঘনিষ্ঠ বন্ধু বরুণ ধাওয়ানের একটি পোস্ট। ইনস্টাগ্রাম স্টোরিতে কৃতির (Kriti Shanon) সঙ্গে একটি অদেখা থ্রোব্যাক ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “আমার প্রিয় লম্বা মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা।”
ছবিটি তাঁদের হিট ছবি ‘ভেড়িয়া’র শ্যুটিং সেট থেকে তোলা (Kriti Shanon)। এই ছবিতে কৃতি ও বরুণের অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের মন জয় করে নেয়। বক্স অফিসেও ছবিটি সফল হয়। সেই সাফল্যের স্মৃতি নিয়েই যেন আবারও সকলের মন ছুঁয়ে গেল বরুণের এই ছোট্ট কিন্তু মিষ্টি বার্তা (Kriti Shanon)।
এদিকে, কৃতি স্যানন (Kriti Shanon) সম্প্রতি শেষ করেছেন ধানুশের সঙ্গে তাঁর আসন্ন সিনেমা ‘তেরে ইশক মে’র শ্যুটিং। আনন্দ এল রাই পরিচালিত এই ছবির শ্যুটিং হয়েছে দিল্লি ও বারাণসীর নানা লোকেশনে। যদিও ধানুশের ব্যস্ত শিডিউলের কারণে ছবির শ্যুটিং কিছুটা দেরিতে শেষ হয়েছে। এখন ২০২৫ সালে প্রেক্ষাগৃহে মুক্তির লক্ষ্যে এগোচ্ছে ছবিটি।
অন্যদিকে বরুণ ধাওয়ান বর্তমানে রয়েছেন পাঞ্জাবে, ‘বর্ডার ২’ ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত। কিছুদিন আগেই তিনি শেয়ার করেছেন দিলজিৎ দোসাঞ্জের শ্যুট শেষের একটি ভিডিও। ১৯৯৭ সালের কালজয়ী ছবি ‘বর্ডার’-এর সিক্যুয়েল এই ছবির মূল লক্ষ্য ভারতীয় সেনাবাহিনীর অজানা বীরত্বের গল্প তুলে ধরা। বিশাল মাপের প্রোডাকশন, আবেগে ভরা চিত্রনাট্য আর বিশ্বাসযোগ্য গল্প বলার কৌশল—সব মিলিয়ে নতুন প্রজন্মের জন্য এক দেশাত্মবোধক চমক নিয়ে আসতে চলেছে এই ছবি। প্রযোজনায় রয়েছেন ভূষণ কুমার, কৃষণ কুমার, জেপি দত্ত এবং নিধি দত্ত। এটি গুলশন কুমার ও টি-সিরিজের উপস্থাপনায়, জেপি ফিল্মস-এর সহযোগিতায় তৈরি হচ্ছে (Kriti Shanon)।

তবে এখানেই শেষ নয়। বরুণকে শিগগিরই দেখা যাবে করণ জোহর প্রযোজিত ‘সানি সংস্কারি কি তুলসি কুমারী’ ছবিতে। ছবির পরিচালনায় রয়েছেন শশাঙ্ক খৈতান এবং সহ-অভিনেতা হিসেবে থাকছেন জাহ্নবী কাপুর, মানীশ পল, সান্যা মালহোত্রা ও রোহিত সরাফ। ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবিটি। এর আগে বরুণ ও জাহ্নবীকে একসঙ্গে দেখা গিয়েছিল ২০২৩ সালের রোম্যান্টিক ড্রামা ‘বাওয়াল’-এ।