ভারতের টেলিভিশন ইতিহাসে এক নতুন অধ্যায় লেখা হয়েছিল ‘কিউকি সাস ভি কভি বহু থি’-র হাত ধরে। আর সেই চেনা গৃহকাহিনি ফিরছে ১৭ বছর পর! একতা কাপুর নিয়ে আসছেন এই বিখ্যাত ধারাবাহিকের রিবুট ভার্সন, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছে। সবচেয়ে বড় চমক—ফের ছোটপর্দায় ফিরছেন স্মৃতি ইরানি ও অমর উপাধ্যায়, অর্থাৎ সকলের প্রিয় ‘তুলসী’ ও ‘মিহির’। সঙ্গে থাকছেন হিতেন তেজওয়ানি (Hiten Tejwani) (করন বিরানি), গৌরী প্রধান (নন্দিনী) এবং আরও অনেক পুরনো জনপ্রিয় চরিত্র।
এই ঘোষণার পর থেকেই ধারাবাহিকটির তুলনা শুরু হয়েছে বর্তমানে সর্বাধিক টিআরপি প্রাপ্ত ধারাবাহিক ‘অনুপমা’-র সঙ্গে। দর্শকদের একাংশের মতে, একবার ‘কিউকি’র রিবুট সম্প্রচার শুরু হলে অনুপমা-র রাজত্বে টক্কর আসতে বাধ্য! যদিও এই তুলনাকে ঘিরে মুখ খুলেছেন করণ বিরানির চরিত্রে ফিরে আসা হিতেন তেজওয়ানি (Hiten Tejwani)।
এক সাক্ষাৎকারে হিতেন (Hiten Tejwani) জানান, “আমরা আসছি—প্রথমে আমাদের আসতে দিন, তারপর দর্শকরাই ঠিক করবেন কে কেমন। আমরা কিছু বলার কে? যেটা ভালো, সেটা ভালো। আর যদি ভালো না লাগে, আপনারা তো জানেন, আজকের দর্শক খুব স্পষ্টভাবে জানিয়ে দেন তাঁদের মতামত। ফ্যানরাই আসল বিচারক। ওঁদের যা পছন্দ হয়, তারা নিঃসংকোচে জানায়।”
তুলনার প্রসঙ্গ টেনে হিতেন আরও বলেন, “আমরা কাউকে নিচে দেখাতে আসছি না। এটা নিছকই নস্ট্যালজিয়ার অংশ। একতা ম্যাম ও নির্মাতারা শুধু এমন কিছু ফেরাতে চেয়েছেন, যেটা আজকের সময়ের সঙ্গেও মেলে। তাই এই রিবুট।”
ইতিমধ্যেই ধারাবাহিকটির প্রোমো নিয়ে উত্তেজনা তুঙ্গে। দর্শকদের চোখ এখন চ্যানেল ও তারিখ ঘোষণার দিকেই। অনুপমার ভক্তদের মনে সন্দেহ—এই রিবুট কি তাঁদের প্রিয় ধারাবাহিককে পেছনে ফেলে দেবে?