Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • পার্কস্ট্রিটে শনিবার রাতে মৃত্যুর ফাঁক! আচমকা রাস্তা ধসে গর্ত, কয়েক সেকেন্ড এদিক-ওদিক হলে প্রাণহানি!
রাজ্য

পার্কস্ট্রিটে শনিবার রাতে মৃত্যুর ফাঁক! আচমকা রাস্তা ধসে গর্ত, কয়েক সেকেন্ড এদিক-ওদিক হলে প্রাণহানি!

Parkstreet
Email :1

নগরায়নের ঝলমলে আলোয় মোড়া কলকাতার বুকেই হঠাৎই ধরা দিল ভয়ঙ্কর এক চিত্র। শহরের অন্যতম ব্যস্ত ও অভিজাত এলাকা পার্কস্ট্রিটে (Park Street) আচমকাই ধসে পড়ল রাস্তা। তৈরি হল এমন এক গভীর গর্ত, যেখানে একটি মানুষ না হোক, হাঁটু পর্যন্ত অনায়াসে ঢুকে যেতে পারে (Park Street)।

ঘটনাটি ঘটেছে শনিবার রাত আনুমানিক ৯টা নাগাদ, পার্কস্ট্রিটের (Park Street) অ্যালেন পার্ক সংলগ্ন সিগন্যালের একেবারে মোড়ে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ওই সময় রাস্তায় যানচলাচল তেমন না থাকায় বড়সড় বিপর্যয় থেকে অল্পের জন্য রক্ষা পাওয়া গিয়েছে (Park Street)। না হলে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তায় এই ধস ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারত।

কলকাতা পুরসভার দুই আধিকারিক ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, এই জায়গায় আগেও মাঝারি আকৃতির একটি গর্ত তৈরি হয়েছিল (Park Street) , যেটিকে সাময়িকভাবে পিচ ঢেলে ঢেকে দেওয়া হয়েছিল। কিন্তু শনিবার সেই আপাত আবরণই ভেঙে পড়ে প্রকৃত চেহারায় সামনে এল বিপদের গভীরতা।

এই ধস কিন্তু কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। সামান্য বৃষ্টি হলেই শহরের বিভিন্ন প্রান্তে রাস্তা উঠে যাচ্ছে, কোথাও গর্ত, কোথাও জলের তলায় রাস্তা গায়েব। বেহালা, গড়িয়া, বাইপাস, কাশীপুর—কলকাতার প্রান্তে প্রান্তে রাস্তার হাল বেহাল। সেই তালিকায় এবার নাম লেখাল পার্কস্ট্রিটও।

কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম সম্প্রতি এই সমস্যা নিয়ে বলেছিলেন, “গঙ্গার ধারে হওয়ায় শহরের নীচের মাটি খুবই নরম। তাই বৃষ্টির জলে রাস্তার পিচ উঠে যাচ্ছে। তাছাড়া টানা বৃষ্টির জন্য অনেক জায়গায় কাজও করা যাচ্ছে না। একটানা কয়েকদিন রোদ পেলে পুরসভা দ্রুত রাস্তা সারানোর কাজে নেমে পড়বে।”

তবে শহরবাসীর প্রশ্ন—এই নগরায়ন, এই ‘স্মার্ট সিটি’ প্রকল্পের মাঝেও কেন বারবার মুখ থুবড়ে পড়ছে কলকাতার রাস্তাঘাট? প্রতিবারই কি কপালে থাকবে এমন অল্পের জন্য বেঁচে যাওয়া?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts