রাজ্যে কেটেছে নিম্নচাপের প্রভাব, তবে এখনই হাঁফ ছাড়ার সময় নয়। কারণ হাওয়া অফিসের পূর্বাভাস (Weather Update) বলছে—আগামী দিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের শুরু হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি।
রবিবার সকালে কলকাতার আকাশে দেখা মিলেছিল রোদের। তবে সেই সুখ বেশিক্ষণ স্থায়ী হয়নি। আকাশে ফের ঘনিয়ে এসেছে মেঘ (Weather Update)। জলীয় বাষ্পের আধিক্যে দিনের শুরুতেই বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছুঁয়েছে ১০০ শতাংশ—ফলে বাইরে বেরোলেই ঘেমেনেয়ে একসার। শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ ৩০.৪ ডিগ্রি। শনিবার কলকাতায় বৃষ্টি হয়েছে ৭.৬ মিলিমিটার, কিন্তু তাতে গরম থেকে বিশেষ স্বস্তি নেই। কারণ রোদের সঙ্গে আর্দ্রতা (Weather Update) মিলিয়ে তৈরি হচ্ছে হাঁসফাঁস করা পরিস্থিতি।
দক্ষিণবঙ্গের আকাশ রবিবার সারাদিনই আংশিক মেঘলা থাকবে (Weather Update)। বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার ও মঙ্গলবার ফের সক্রিয় হতে চলেছে মৌসুমী বায়ু। কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর ২৪ পরগনায় সোমবার থেকেই ঝড়-বৃষ্টির দাপট বাড়বে (Weather Update)। মঙ্গলবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও নদিয়াতে ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
উত্তরবঙ্গের ছবিটাও বেশ ভয়াবহ। ইতিমধ্যেই কিছুটা স্বস্তির বৃষ্টি হলেও এবার বাড়বে তীব্রতা। রবিবার থেকেই সেখানে শুরু হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। ৩১ জুলাই, বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির প্রকোপ আরও বাড়বে বলে আশঙ্কা।
এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে গঙ্গানগরের নিম্নচাপ কেন্দ্র থেকে ছত্তিসগঢ়, জামশেদপুর ও দিঘা হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের দিকে। এই অবস্থাই রাজ্যে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়াচ্ছে।