ভারতের অন্যতম জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘কিউঁকি সাস ভি কভি বহু থি’র দ্বিতীয় সিজন সম্প্রচারের ঠিক আগে, দর্শকমহলে উত্তেজনা এখন চূড়ায়। ২০০০ সালে যাত্রা শুরু করা এই আইকনিক সিরিয়াল আবার ফিরছে নতুন গল্পে, পুরনো আবেগ আর চেনা মুখ নিয়ে। এরই অংশ হিসেবে সিরিয়ালের নির্মাতা একতা কাপুর এবং অভিনেত্রী স্মৃতি ইরানি (Smriti Irani) আগামী ২৭ জুলাই রাজস্থানের বিখ্যাত নাথদ্বারা মন্দিরে পুজো দিতে যাচ্ছেন। আর ২৯ জুলাই শুরু হচ্ছে সিরিয়ালের নতুন অধ্যায়।
স্মৃতি ইরানির (Smriti Irani) ‘তুলসী বিরানি’ রূপে প্রত্যাবর্তন ইতিমধ্যেই দর্শকদের আবেগে ভাসিয়ে দিয়েছে। সম্প্রতি প্রকাশিত প্রোমোতে ফিরেছে পুরনো সেই সুখস্মৃতি—পারিবারিক মূল্যবোধ, ভালোবাসা আর জেদে গাঁথা গল্প, যা এক সময় ভারতের প্রতিটি ঘরে ঘরে স্থান করে নিয়েছিল (Smriti Irani) ।
প্রোমোর সাফল্যের পর এবার মন্দির দর্শনের সিদ্ধান্ত নিয়েছেন একতা কাপুর ও স্মৃতি ইরানি (Smriti Irani) । তাঁরা শ্রীকৃষ্ণের আশীর্বাদ নিয়ে এই নতুন শুরুকে আরও শুভ করে তুলতে চান। নাথদ্বারা মন্দিরটি উদয়পুরের কাছে অবস্থিত এবং শ্রীনাথজীর আরাধনায় বিখ্যাত। এই মন্দিরে শ্রীকৃষ্ণকে কিশোররূপে গিরিরাজ পাহাড় ধারণরত অবস্থায় পূজা করা হয়। ৩০০ বছরের পুরনো এই মন্দিরটি পুষ্টিমার্গ সম্প্রদায়ের অন্যতম শ্রদ্ধার স্থান।
আজতক-এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে স্মৃতি ইরানি জানান, ‘কিউঁকি সাস ভি কভি বহু থি’ শুধু একটি ধারাবাহিক নয়, একটি যুগের প্রতীক। এটি ভারতীয় টেলিভিশনের দৃশ্যপট বদলে দিয়েছিল। তিনি আরও বলেন, এই সিরিয়াল বহু মানুষের জীবনে পরিবর্তন এনেছে, কাজ ও সুযোগ এনে দিয়েছে—তাঁর নিজের জীবনেও এর অবদান অসীম।
নতুন সিজনে থাকছে আধুনিক প্রেক্ষাপটে লেখা এক নতুন গল্প, তবে পুরনো আবেগ ও টান এখনও অটুট। একতা কাপুরের নেতৃত্বে এই সিরিয়াল আবারও তৈরি হচ্ছে দেশজুড়ে পরিবারগুলোকে এক সুতোয় বাঁধার প্রতিশ্রুতি নিয়ে।