বলিউড অভিনেত্রী জারিন খান (Zareen Khan) ফের একবার সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়ে দিলেন ধাক্কা — তবে এবার নিজের স্টাইলে, দুর্দান্ত জবাব দিয়ে। ইনস্টাগ্রামে এক ইউজার জারিনের পোস্টে কমেন্ট করে লেখেন, “বিয়ে করে নাও, বুড়ি হয়ে যাচ্ছো।” এই বয়সভিত্তিক (ageist) ট্রোলিংয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে জারিন (Zareen Khan) একটি ভিডিও শেয়ার করে কড়া বার্তা দিলেন সমাজের পশ্চাদপদ মানসিকতার বিরুদ্ধে।
ভিডিওতে জারিন (Zareen Khan) বলেন, “গত কিছুদিন ধরে আমি নিজের পোস্টের কিছু কমেন্ট পড়ছিলাম। একটা কমেন্ট আমার চোখে খুব লেগে যায় — ‘বিয়ে করে নাও, বুড়ি হয়ে যাচ্ছো।’ তো কি আমি বিয়ে করলে আবার তরুণী হয়ে যাবো? এটা কী ধরনের যুক্তি?” (হাসি সহ)
তিনি (Zareen Khan) স্পষ্ট ভাষায় বলেন, “এই মানসিকতা কি শুধুই আমাদের দেশে আছে, না সারা বিশ্বে ছড়িয়ে আছে, জানি না। কিন্তু কোথাও যেন মনে হয়, বিয়ে হল জীবনের সব সমস্যার একমাত্র সমাধান। বিশেষ করে নারীদের ক্ষেত্রে তো আরও।”
জারিন অভিযোগ তোলেন, সমাজ ও পরিবার এমনভাবে বিয়েকে ‘ফিক্স ইট অল’ হিসেবে তুলে ধরে যেন কেউ বেকার থাকলে, জীবনে লক্ষ্য না থাকলে বা একটু বেশি স্বাধীন হলে — তার অবস্থা শুধরে দেওয়ার একমাত্র উপায় বিয়ে!
তিনি বলেন, “যে নিজের জীবনটা ঠিকমতো সামলাতে পারে না, তাকে বিয়ে করিয়ে আরেকটা মানুষের দায়িত্ব দেওয়া হচ্ছে — এটা তো সমস্যা বাড়ানোর নাম। এরপর দুজনের জীবনই নষ্ট হয়ে যায়। আর আমাদের সমাজে যদি কেউ একটু বেশি ‘স্বাধীন’ বা ‘কন্ট্রোলে না থাকা’ হয়ে ওঠে, তাহলে পরিবার ভাবে — ‘এই মেয়েটা হাত থেকে ফসকে যাচ্ছে।’ আর তার সমাধানও? বিয়ে করিয়ে দাও!”
এই বিষয়ে জারিন খান একেবারে স্পষ্ট, “বিয়ে কি কোনো ম্যাজিক? বিয়ে করলেই বুঝি সব ঠিক হয়ে যাবে? আজকাল তো বিয়ে টিকছেও না, ২-৩ মাসেই ভেঙে যাচ্ছে বহু সম্পর্ক। তাহলে কীভাবে এটা জীবন সংশোধনের একমাত্র পথ হতে পারে?”
২০০৯ সালে সালমান খানের বিপরীতে ‘ভীর’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে জারিন খানের। তাঁকে শেষবার বড়পর্দায় দেখা গিয়েছিল ২০২১ সালের সিনেমা ‘হাম ভি আকেলে তুম ভি আকেলে’তে।