Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • “আমি বেঁচে আছি, তাই বয়স হচ্ছে—এটাই তো আশীর্বাদ!”—এক অন্যরকম কাজলকে দেখুন
বিনোদন

“আমি বেঁচে আছি, তাই বয়স হচ্ছে—এটাই তো আশীর্বাদ!”—এক অন্যরকম কাজলকে দেখুন

kajol a
Email :12

বলিউডের অন্যতম জনপ্রিয় ও সম্মানিত অভিনেত্রী কাজল (Kajol) সম্প্রতি সৌন্দর্যবর্ধক সার্জারি, বোটক্স এবং বয়স নিয়ে এক খোলামেলা সাক্ষাৎকারে মুখ খুলেছেন। তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘সরজমিন’–এ প্রিথ্বীরাজ সুকুমারন ও ইব্রাহিম আলি খানের সঙ্গে অনবদ্য অভিনয়ের জন্য প্রশংসিত হচ্ছেন তিনি (Kajol)। এর মাঝেই Filmfare-কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যক্তিগত সৌন্দর্যচর্চা, সমাজের রুচি ও বয়স নিয়ে নিজের স্পষ্ট মত তুলে ধরেন এই অভিনেত্রী।

কাজল (Kajol) বলেন, “চাকু-কাঁচির নিচে যাবেন কি যাবেন না, সেটা একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। কেউ লাইমলাইটে থাকুন বা না থাকুন, এ সিদ্ধান্ত তাঁদের নিজের হওয়া উচিত।” তিনি (Kajol) জোর দিয়ে বলেন, কোনটা কাকে মানাবে, কাকে মানাবে না, সেটা একান্তই ব্যক্তিগত অভিজ্ঞতা ও বেছে নেওয়ার বিষয়।

তবে এখানেই থামেননি কাজল (Kajol)। তিনি সেই প্রচলিত ভুল ধারণাও ভেঙে দেন যে কসমেটিক ট্রিটমেন্ট শুধু মহিলারাই করান। “এই প্রসেসগুলো লিঙ্গভিত্তিক নয়,” বলেন কাজল। “অনেক পুরুষও এসব করছেন। এমন অনেকেই আছেন, যাঁদের আমরা চিনি না বা যাঁরা এই বিষয়ে কখনও প্রকাশ্যে কিছু বলতেও চান না। কিন্তু সংখ্যায় কম নয়।”

বয়স ও বার্ধক্য নিয়ে কাজলের দৃষ্টিভঙ্গি অনুপ্রেরণামূলক। তিনি বলেন, “বয়স মানে মনের ব্যাপার। যারা বেঁচে আছেন, তাঁদের জন্য বয়স হওয়া একটা আশীর্বাদ। অনেকে অল্প বয়সেই চলে গিয়েছেন—তাঁরা তো বুড়ো হওয়ার সুযোগই পাননি। বয়স হওয়াটা ‘লাকি’ না, সেটা জীবনের একটা অমূল্য সুযোগ। আমি জীবনের প্রতিটি বছর উপভোগ করতে চাই।”

অভিনেত্রীর এই কথাগুলি জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও আত্মসম্মানের প্রতিচ্ছবি। যেখানে অনেকেই বয়স নিয়ে হীনমন্যতায় ভোগেন, কাজল সেখানে সাহসিকতার সঙ্গে জানান, বয়সই তাঁকে শক্তি দেয়, পরিপক্ক করে তোলে।

বর্তমানে কাজলকে দেখা যাচ্ছে কায়োজ ইরানি পরিচালিত ‘সরজমিন’–এ, যেখানে তিনি ‘মেহের’ চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন। এর আগে তাঁকে দেখা গিয়েছিল ‘মা’ ছবিতে, যেখানে রনিত রায়, ইন্দ্রনীল সেনগুপ্ত ও খেরিন শর্মার সঙ্গে তাঁর সংবেদনশীল অভিনয় সকলের হৃদয় ছুঁয়ে যায়। ‘মা’ মুক্তি পেয়েছিল ২৭ জুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts