Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • নাটকেই কি ফিরে আসছেন রাজনীতিতে? রাজভবনে মুনমুন সেনের উপস্থিতিতে নতুন গুঞ্জন!
রাজ্য

নাটকেই কি ফিরে আসছেন রাজনীতিতে? রাজভবনে মুনমুন সেনের উপস্থিতিতে নতুন গুঞ্জন!

munmun sen
Email :6

রাজভবনে এক সাংস্কৃতিক সন্ধ্যার সাক্ষী রইল কলকাতা। শনিবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের আহ্বানে আয়োজিত একটি নাট্যঅনুষ্ঠানে জমে উঠল সাংস্কৃতিক পরিবেশ। এই বিশেষ সন্ধ্যায় মঞ্চস্থ হয় রাজ্যপালের নিজের লেখা গল্প অবলম্বনে তৈরি নাটক ‘চৌরঙ্গীর ফুল’। নয়াবাদ তিতাস নাট্যদলের প্রযোজনায় তৈরি এই নাটক পরিচালনা করেছেন আবির সাহা এবং মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শর্বরী মুখোপাধ্যায় (Munmun Sen)।

রাজ্যপাল স্বয়ং রাজ্যের বিভিন্ন স্তরের বিশিষ্টজনদের আমন্ত্রণ জানান এই নাটক উপভোগের জন্য। সেই তালিকায় ছিলেন অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মুনমুন সেনও (Munmun Sen)। রাজ্যপালের আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি হাজির হন রাজভবনের এই বিশেষ সন্ধ্যায়। নাটক শুরু হওয়ার কিছু আগে রাজভবনে পৌঁছন মুনমুন সেন (Munmun Sen), পুরো নাটকটি মন দিয়ে উপভোগ করেন তিনি।

‘চৌরঙ্গীর ফুল’ নাটকটির কেন্দ্রবিন্দুতে রয়েছে তিনটি জ্বলন্ত সামাজিক ও রাজনৈতিক বিষয়— ধর্ষণ, চাকরিচ্যুত কর্মীদের পুনর্বহালের দাবি এবং তিলোত্তমা কলকাতার আন্দোলনের প্রেক্ষাপটে লালবাজারের পুলিশ প্রশাসনের ভূমিকাকে তুলে ধরা। নাটকটি দর্শকদের মনে গভীর প্রভাব ফেলে।

রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, “গণতন্ত্রের স্বরূপই হল প্রতিবাদ। সেই প্রতিবাদের রূপান্তরই এই নাটকে দৃশ্যমান। শিল্প, সাহিত্য এবং নাটকই প্রকৃত গণতান্ত্রিক আবেগকে জাগিয়ে তুলতে পারে।”

রাজভবনের পরিবেশে ফিরে এসে খানিকটা নস্টালজিয়ায় ভাসলেন মুনমুন সেনও। স্মৃতি রোমন্থন করে বললেন, “স্কুল জীবনে রাজভবনের রাজ্যপালের এডিসিকে চিনতাম। প্রায় তিরিশ বছর পর আবার এলাম এখানে। সেই অভিজ্ঞতা সত্যিই বিশেষ।”

উল্লেখ্য, একসময় রাজনীতির মঞ্চেও নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন মুনমুন সেন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসেবে বাঁকুড়া থেকে বিপুল ভোটে জয়ী হয়ে সংসদে গিয়েছিলেন তিনি। সেবার সিপিএমের প্রবীণ নেতা বাসুদেব আচার্যকে হারিয়েছিলেন মুনমুন। সেই স্মৃতি আজও তাঁর কাছে অমূল্য। তিনি বলেন, “বাঁকুড়ায় আমার অভিজ্ঞতা ছিল অসাধারণ। সেখানকার মানুষ এখনও মনে রাখেন।”

তবে ২০১৯ সালে রাজনৈতিক মঞ্চে খুব একটা সফলতা আসেনি। আসানসোল কেন্দ্রে বিজেপির প্রার্থী বাবুল সুপ্রিয়ের কাছে পরাজিত হন তিনি। তারপর আর ভোটে দাঁড়াননি। তবে রাজনীতির ময়দান ছেড়ে গেলেও, রাজ্যপালের নাট্য সন্ধ্যায় হাজির হয়ে তিনি বুঝিয়ে দিলেন— শিল্প এবং রাজনীতি, দুই মঞ্চেই তাঁর সমান স্বাচ্ছন্দ্য।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts