#MeToo আন্দোলনের অন্যতম পথপ্রদর্শক তনুশ্রী দত্ত (Tanushree Dutta) ফের প্রকাশ্যে বিস্ফোরক অভিযোগ করলেন। ২০১৮ সালে বলিউডে যৌন হেনস্থার বিরুদ্ধে আওয়াজ তুলে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন তিনি (Tanushree Dutta)। এবার NDTV-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানালেন, গত পাঁচ বছর ধরে মুম্বইয়ে একটানা মানসিক নিপীড়নের শিকার তিনি, যা তাঁকে ভেঙে চুরমার করে দিয়েছে। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে তাঁকে কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছিল—সে নিয়ে এবার মুখ খুললেন তিনি (Tanushree Dutta)।
তনুশ্রীর (Tanushree Dutta) কথায়, “গত পাঁচ বছর ধরে আমাকে নিপীড়ন করা হচ্ছে। সেই ভিডিওটি ছিল শুধুই এক আবেগঘন বিস্ফোরণ, দীর্ঘ দিনের মানসিক যন্ত্রণা থেকে আসা কষ্টের বহিঃপ্রকাশ।” তিনি (Tanushree Dutta) আরও জানান, তার ফ্ল্যাটের নিরাপত্তারক্ষীদের হঠাৎ বদলি করে দেওয়া হয়েছে তাঁর অনুমতি ছাড়াই। ঘরের তালা ভেঙে ঢোকার ঘটনাও ঘটেছে একাধিকবার। এমনকি এক গৃহকর্মীকে ইচ্ছাকৃতভাবে তাঁর ঘরে পাঠানো হয়েছিল—যে তাঁর খাবারে অজানা পদার্থ মিশিয়ে দিত বলে দাবি তনুশ্রীর (Tanushree Dutta)। তাঁর কথায়, এই সমস্ত কিছুই শুরু হয়েছে ২০১৮-র #MeToo আন্দোলনের পর থেকে।
সবচেয়ে চমকপ্রদ তথ্য দিয়ে তনুশ্রী (Tanushree Dutta) বলেন, তিনি একটি সিনেমায় কাজ করার কথা ছিল প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে। তাঁর কথায়, “সুশান্তের সঙ্গে কাজের সম্ভাবনা আমাকে আশা জুগিয়েছিল। মনে হয়েছিল বলিউডের প্রথম সারির একজন তারকা আমাকে গ্রহণ করছেন। কিন্তু সেও আত্মহত্যা করল। আমি মনে করি ওর মৃত্যু আর আমার সঙ্গে যা যা ঘটছে, তার মধ্যে গভীর সম্পর্ক আছে। এই দুটি ঘটনা আলাদা করে দেখা যায় না।”
সম্প্রতি একটি ধর্মীয় যাত্রায় উজ্জয়িন গিয়েছিলেন তনুশ্রী (Tanushree Dutta)। সেখানেও নাকি প্রাণনাশের চেষ্টা হয়েছে তাঁর উপর। তিনি জানান, “অটোয় চড়ে যাওয়ার সময় ওটার ব্রেকে কেউ হাত দিয়েছিল। আমার বিশ্বাস, ইচ্ছাকৃতভাবে এমনভাবে মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছে যাতে আমি হয় সুশান্তের মতো আত্মহত্যা করি, নয়তো পুজা মিশ্রার মতো পাগল হয়ে যাই।”
এই সাক্ষাৎকারে তিনি আবারও পুরনো অভিযোগ তোলেন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে। ২০০৮ সালে একটি ছবির সেটে যৌন হেনস্থার অভিযোগ এনে দেশজুড়ে শোরগোল ফেলে দিয়েছিলেন তনুশ্রী। সেই অভিযোগই ছিল ভারতীয় #MeToo আন্দোলনের সূচনাবিন্দু। এবং এখন, আবারও তিনি নতুন করে সেই প্রসঙ্গ সামনে আনলেন।
এই বিস্ফোরক স্বীকারোক্তিতে বলিউডে ফের একবার আলোচনার ঝড়। এক নারী যিনি সাহসের সঙ্গে এককভাবে মুখ খুলেছিলেন গোটা ইন্ডাস্ট্রির বিরুদ্ধে, তিনি কি আজ এক অদৃশ্য ষড়যন্ত্রের শিকার? তাঁর অভিযোগ যদি সত্যি হয়, তবে বলিউডের অন্ধকার দিক আরেকবার সামনে এল নিঃসন্দেহে।