Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • সইয়ারা হিট, তারকাও হিট! অনীত পাড্ডার ভাইরাল ভিডিও দেখে বলিউড বলছে—“ওকে প্লিজ প্লাস্টিক সার্জারির দিকে ঠেলো না!”
বিনোদন

সইয়ারা হিট, তারকাও হিট! অনীত পাড্ডার ভাইরাল ভিডিও দেখে বলিউড বলছে—“ওকে প্লিজ প্লাস্টিক সার্জারির দিকে ঠেলো না!”

aneet padda
Email :5

বলিউডে পা রেখেই নজর কেড়েছেন নবাগতা অভিনেত্রী অনীত পাড্ডা (Aneet Padda)। মহেশ ভাটের ‘সইয়ারা’ ছবিতে অনবদ্য অভিনয়ের পর এবার আর এক নতুন চমক! ভাইরাল হয়ে উঠেছে অনীতের একটি পুরনো ভিডিও, যেখানে তিনি নিখুঁতভাবে অনুকরণ করছেন আলিয়া ভাটের বিখ্যাত মুখভঙ্গিমা।

ভিডিওটি সম্প্রতি রেডিটে ভাইরাল হয়। সেখানে একটি শো-এর সঞ্চালকের সঙ্গে আলাপচারিতার সময় সঞ্চালক বলেন, “ও (Aneet Padda) আলিয়ার মুখভঙ্গিটা দুর্দান্তভাবে করতে পারে।” সঙ্গে সঙ্গেই অনীত বলে ওঠেন, “I’m sorry, there’s no Rishtas for this one,” এরপর যোগ করেন, “And you know how it would be really disrespectful to make an Alia Bhatt face in front of Pooja Bhatt? So I did just that!” অনীতের (Aneet Padda) অভিব্যক্তি এবং টাইমিং এতটাই নিখুঁত ছিল যে উপস্থিত দর্শকরা হেসে ফেলে।

রেডিট ব্যবহারকারীরা অনীতের এই উপস্থিত বুদ্ধি এবং স্বতঃস্ফূর্ততায় মুগ্ধ। কেউ লিখেছেন, “She’s spot on and such a phenomenally fun and humble person. Love her, love her, love her! And her talent also.” আরেকজন লেখেন, “Plz plz plz Bollywood never force her for any unnecessary (downright damaging) plastic surgery.” একজন তো আলিয়ার বিখ্যাত ভ্রুকুঞ্চনের প্রসঙ্গে বলেন, “Her eyebrow frown was so on point.”

‘সইয়ারা’ ছবিতে অনীত পাড্ডা (Aneet Padda) এবং আহান পাণ্ডে একসঙ্গে বলিউডে আত্মপ্রকাশ করেছেন। ছবিটি পরিচালনা করেছেন মোহিত সুরি এবং প্রযোজনা করেছে যশ রাজ ফিল্মস। কাহিনী আবর্তিত হয়েছে সংগীতশিল্পী হওয়ার স্বপ্ন দেখা কৃষ কাপুর (আহান) এবং অন্তর্মুখী লেখিকা বানী বত্রা (অনীত)-র প্রেম এবং তাদের জীবনের অপ্রত্যাশিত মোড় ঘিরে।

ছবিটির আবেগঘন গল্প ও সুরেলা সাউন্ডট্র্যাক দর্শকদের মনে দাগ কেটেছে। মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যেই ছবিটি ঘরোয়া বক্স অফিসে ১৮০ কোটির গণ্ডি ছুঁয়ে ফেলেছে এবং দ্রুতই ২০০ কোটির পথে এগোচ্ছে।

অভিনয়ের পাশাপাশি অনীতের সৌন্দর্য এবং স্বাভাবিকতা দর্শক-নেটিজেনদের মন কেড়ে নিয়েছে। কেউ কেউ মন্তব্য করেছেন, বলিউড যেন তাকে জোর করে ‘সৌন্দর্যের কৃত্রিমতার’ দিকে না ঠেলে।

এই নবাগত তারকার এমন ভাইরাল মুহূর্ত স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, বলিউডে তিনি এসেছেন অনেক দূর যাওয়ার জন্য।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts