দক্ষিণবঙ্গ সীমান্তে (Bangladesh Border) চোরাচালানের চেষ্টা রুখে দিল বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)। বৃহস্পতিবার এক সরকারি বিবৃতিতে BSF জানিয়েছে, তাদের ১৪৩ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা টারালি সীমান্ত চৌকির কাছে টহলদারির সময় একটি সন্দেহজনক মোটরভ্যান আটক করে। গাড়িটি ভালোভাবে তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য (Bangladesh Border)।
জওয়ানরা (Bangladesh Border) দেখতে পান, গাড়ির কাঠের কাঠামোর মধ্যে একটি গোপন খোপে লুকোনো রয়েছে ১৬টি প্যাকেট, যেগুলি বাদামি টেপে মোড়া ছিল। প্রতিটি প্যাকেট খুলতেই দেখা যায়, তার ভিতর রয়েছে বিপুল পরিমাণ রুপোর গয়না। সব মিলিয়ে উদ্ধার হয়েছে ১৬.৫৫ কেজি রুপোর অলংকার, যার আনুমানিক বাজারমূল্য ১৬.৮২ লক্ষ টাকা।
আটক করা হয়েছে গাড়ির চালককেও (Bangladesh Border)। BSF জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি নিজেকে বলটি গ্রামের বাসিন্দা এবং ভারতীয় নাগরিক বলেই দাবি করেছে। এরপর তাকে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে ।
চোরাচালানের এমন পদ্ধতিতে গয়না পাচার করে তা আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বিদেশে পাঠানো হতে পারত বলে মনে করছে নিরাপত্তা বাহিনী। কী উদ্দেশ্যে এত গয়না নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর পিছনে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা।