মঙ্গলবার সকালে নাগপুর বিমানবন্দরে এক চরম চাঞ্চল্যকর ঘটনার সূত্রপাত হয়। ঠিক সকাল ৭:৩০টা নাগাদ একটি ইমেল আসে, যেখানে জানানো হয়—একটি সিগারেটের প্যাকেটের ভেতরে বিস্ফোরক (Bomb Threat) রাখা হয়েছে, যেকোনো মুহূর্তে সেটি বিস্ফোরণ ঘটাতে পারে। হুমকির বার্তা পেতেই সঙ্গে সঙ্গে নড়েচড়ে বসে বিমানবন্দরের নিরাপত্তা কর্তৃপক্ষ।
সঙ্গে সঙ্গেই সোনেগাঁও থানায় খবর পাঠানো হয় (Bomb Threat) । এরপর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ, বম্ব ডিসপোজাল স্কোয়াড, ডগ স্কোয়াড এবং দমকল বাহিনীর সদস্যরা। পুরো বিমানবন্দর এলাকা ঘিরে শুরু হয় তল্লাশি। অত্যন্ত সতর্কতার সঙ্গে চেক করা হয় প্রতিটি সম্ভাব্য জায়গা—বিশেষত যেখানে সিগারেটজাত পণ্য রাখা থাকতে পারে (Bomb Threat) ।
যদিও দীর্ঘক্ষণ তল্লাশির পরও এখনো পর্যন্ত কোনো সন্দেহজনক বস্তু মেলেনি বলে জানিয়েছে পুলিশ। তবে তদন্ত চলছেই এবং পুরো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। কে বা কারা এই হুমকির পেছনে রয়েছে, তা জানার চেষ্টা করছে সাইবার সেল (Bomb Threat) ।
অবাক করা বিষয় হল, একই দিনে এমনই আরেকটি বোমা হুমকি আসে গুজরাতের আহমেদাবাদ শহরের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে। সেখানে থেকেও শুরু হয় তল্লাশি, কিন্তু মেলে না কোনও বিস্ফোরক বা সন্দেহজনক জিনিস।
একদিনে দেশের দুই গুরুত্বপূর্ণ বিমানবন্দরে বোমা হুমকি আসায় জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এই হুমকিগুলো শুধু আতঙ্ক ছড়ানো নয়, বরং বড় কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত হতে পারে বলে আশঙ্কা করছেন গোয়েন্দারা। তদন্তে নেমেছে কেন্দ্রীয় সংস্থাও।