২১ জুলাইয়ের সভামঞ্চে উপস্থিত থাকলেও এবার তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবের রাজনৈতিক ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দেব ছিলেন ঠিকই, তবে রাজনীতির কৌশলী মঞ্চে তাঁকে দেখা গেল বেশ নীরব ও নিষ্ক্রিয় ভূমিকায়। এর কারণ, সূত্র অনুযায়ী, তিনি শুটিংয়ের কাজে স্কটল্যান্ডে ছিলেন এবং সেখান থেকে সরাসরি ফিরে সভায় যোগ দেন ধর্মতলায় (Dilip Ghosh)।
তবে তৃণমূলের এই জনপ্রিয় তারকা সাংসদের নিষ্ক্রিয়তা নিয়েই মঙ্গলবার সকালে খড়্গপুরে সাংবাদিকদের সামনে কড়া ভাষায় আক্রমণ শানান দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি সরাসরিই প্রশ্ন তোলেন, ঘাটালে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, অথচ দেব একবারও সেখানে যাননি কেন?
দিলীপ ঘোষের (Dilip Ghosh) দাবি, সাংসদ হিসেবে দেব সম্পূর্ণ ব্যর্থ। এমনকি তিনি বলেন, “দেব ভাল ছেলে, কিন্তু এমন ভাল ছেলের কী হবে, যে কোনও কাজে লাগে না? কার চাপে রাজনীতি করছে সে? বারবার ঘাটালের মানুষকে প্রতিশ্রুতি দিয়ে ধোঁকা দিচ্ছে কেন?” তিনি আরও বলেন, “দম থাকলে পদত্যাগ করে দেখাও! মেদিনীপুরের মানুষ চামচাগিরি করে না, তাঁদের মেরুদণ্ড আছে।”
দেবের রাজনৈতিক অবস্থান নিয়েও জল্পনা ছড়িয়েছেন দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, দেবকে ব্ল্যাকমেল করা হচ্ছে। বলা হচ্ছে, যদি ভোটে না দাঁড়ান, তবে তাঁর সিনেমা বন্ধ করে দেওয়া হবে, প্রোডাকশন হাউস বন্ধ করে দেওয়া হবে। তাই বাধ্য হয়েই দেব লোকসভা ভোটে প্রার্থী হচ্ছেন বলে মনে করছেন দিলীপ।
এই প্রসঙ্গে তিনি আরও বলেন, “গরু পাচার মামলায় যখন দেবকে ইডি দফতরে ডাকা হয়েছিল, তখনই বোঝা গিয়েছিল এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র। তৃণমূল ওর মাথার ওপর একটা চাপ সৃষ্টি করে রেখেছে। চোরদের কাছে মাথানত করো না দেব, এটাই আমার পরামর্শ।”
তবে এখন পর্যন্ত এই সমস্ত অভিযোগ এবং মন্তব্যের পাল্টা কোনও প্রতিক্রিয়া দেননি দেব বা তাঁর ঘনিষ্ঠ মহল। তাঁর নীরবতা নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক মহলে নতুন জল্পনা।