Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • আপনার নামও বাদ যাচ্ছে না তো? বিহারে ভোটারদের ‘হারিয়ে যাওয়ার’ রহস্যে চাঞ্চল্য!
দেশ

আপনার নামও বাদ যাচ্ছে না তো? বিহারে ভোটারদের ‘হারিয়ে যাওয়ার’ রহস্যে চাঞ্চল্য!

election commission a
Email :16

বিহারে (Bihar) লক্ষ লক্ষ ভোটারের ভবিষ্যৎ ঘিরে সৃষ্টি হয়েছে চরম অনিশ্চয়তা। হাতে সময় আর মাত্র এক সপ্তাহ, তার মধ্যেই প্রায় ৭৩ লক্ষ ভোটারের কোনও হদিশ পাচ্ছে না নির্বাচন কমিশন (Bihar)। ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সমীক্ষার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে, কিন্তু তালিকা প্রকাশের সময় যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে উদ্বেগ।

নির্বাচন কমিশন চলতি মাসেই বহু বিতর্ক ও চাপানউতোরের মধ্যে বিহারে (Bihar) এই বিশেষ সমীক্ষার কাজ শুরু করেছে। শেষ সময়সীমা ধরা হয়েছে ২৫ জুলাই। এই সময়সীমার মধ্যেই ভোটার তালিকার যাচাই-বাছাই শেষ করতে হবে। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, ডেডলাইন অতিক্রম করার পর ১ আগস্টের মধ্যে প্রকাশিত হবে একটি খসড়া তালিকা, যা বহু দশক পর বিহারে (Bihar) এমনভাবে প্রকাশিত হবে।

কিন্তু এই তালিকায় (Bihar) জায়গা নাও পেতে পারেন প্রায় ৭৩ লক্ষ ভোটার। প্রশ্ন উঠছে, কোথায় গেলেন তাঁরা? তাঁদের নাম কি ইচ্ছাকৃতভাবে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে? বিরোধীদের আশঙ্কা কি তাহলে সত্যি? কমিশনের দাবি, এমন কোনও ইচ্ছাকৃত পদক্ষেপ নেওয়া হয়নি। বরং, এই বিপুল সংখ্যক ভোটারের হদিশ পাওয়া যাচ্ছে না।

নির্বাচন কমিশন ইতিমধ্যেই বিহারের ১২টি প্রধান রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছে ২৯ লক্ষ ভোটারের একটি তালিকা, যাঁদের Enumeration Form এখনও জমা পড়েনি। এই ফর্মের ভিত্তিতেই তাঁদের পরিচয় যাচাই করে তালিকায় রাখা হবে (Bihar)। কিন্তু এখনও পর্যন্ত সেই ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে কোনো আগ্রহ বা তৎপরতা দেখা যাচ্ছে না। প্রায় ২৯ লক্ষ ৬২ হাজার ভোটার এই অবস্থার শিকার।

কমিশন রাজনৈতিক দলগুলোর জেলা সভাপতিদের কাছে আবেদন জানিয়েছে, তাঁদের বুথস্তরের কর্মীদের মাধ্যমে এই ভোটারদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হোক। সেই সঙ্গে বুথ লেভেল এজেন্টদেরও এই কাজে লাগানো হবে। প্রায় দেড় লক্ষ এজেন্ট ইতিমধ্যেই প্রস্তুত রয়েছে এই বিশেষ প্রচারে সহায়তা করার জন্য।

তবে সবচেয়ে আশঙ্কার বিষয়, বাকি প্রায় ৪৩ লক্ষ ৯৩ হাজার ভোটার। কমিশনের বক্তব্য, এই ভোটারদের দেওয়া ঠিকানায় গিয়েও তাঁদের খোঁজ পায়নি বুথ লেভেল অফিসাররা। কোথায় রয়েছেন তাঁরা, সে সংক্রান্ত কোনও তথ্যও হাতে নেই। যদি নির্ধারিত সময়ের মধ্যে তাঁদের হদিশ না মেলে, তাহলে বাধ্য হয়েই তাঁদের নাম বাদ দিতে হবে আসন্ন তালিকা থেকে।

এই পরিস্থিতিতে বিহারের ভোটাধিকার নিয়ে উঠেছে এক বড় প্রশ্নচিহ্ন। কমিশনের অস্বস্তিও স্পষ্ট। এখন দেখার বিষয়, শেষ মুহূর্তে এই ভোটারদের অন্তর্ভুক্ত করতে কীভাবে ঘুরে দাঁড়ায় নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts