সাময়িক বিরতির পর ফের বর্ষার দাপট! সোমবার সারা দিন বৃষ্টির দেখা মেলেনি বললেই চলে (Weather Update)। রবিবারও বৃষ্টির পরিমাণ ছিল অতি সামান্য। কিন্তু বৃষ্টির এই বিশ্রামের ফাঁকে তীব্র গরম এবং আর্দ্রতা মানুষের নাভিশ্বাস তুলেছে। তবে এবার পরিস্থিতির মোড় ঘুরছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ফের প্রবল বৃষ্টিতে ভিজতে চলেছে গোটা দক্ষিণবঙ্গ (Weather Update)।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বুধবার থেকেই দক্ষিণবঙ্গে শুরু হতে পারে তুমুল বৃষ্টি (Weather Update)। বঙ্গোপসাগরে ফের একটি নতুন নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে। এর প্রভাবেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ একধাক্কায় অনেকটা বাড়বে বলে পূর্বাভাস (Weather Update)। বিশেষত দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বুধবার থেকেই জারি হয়েছে হলুদ সতর্কতা।
তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। সেই দিন থেকে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এমনকি কিছু কিছু জেলায় বৃহস্পতিবার ও শুক্রবার অতি ভারী বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। আবহাওয়ার এমন পূর্বাভাসে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন প্রশাসন ও সাধারণ মানুষ।
ঝাড়খণ্ডেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ইতিমধ্যেই গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়েছিল একাধিক জেলা। ফের বৃষ্টির আশঙ্কায় নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।
ঘাটাল ও পশ্চিম মেদিনীপুরের বহু এলাকা এখনও জলের তলায়। সেই অবস্থায় ফের নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।