আবারও বাস্তব ঘটনার অনুপ্রেরণায় সিনেমা তৈরির পথে হাঁটতে চলেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। যেভাবে ‘তারে জমিন পার’ কিংবা ‘দঙ্গল’-এর মতো ছবির মাধ্যমে সমাজের গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরেছেন তিনি, এবার তার তালিকায় যুক্ত হতে চলেছে আরও একটি ভয়াবহ বাস্তব কাণ্ড—মেঘালয়ের ‘হানিমুন মার্ডার’ (Honeymoon Murder)। প্রেম, বিশ্বাসভঙ্গ, ষড়যন্ত্র আর নির্মম হত্যার গন্ধমাখা এই কাহিনি ইতিমধ্যেই সারা দেশে আলোড়ন তুলেছিল। আর এখন খবর, সেই ঘটনার উপর ভিত্তি করেই হয়তো সিনেমা বানাতে চলেছেন আমির খান মার্ডার’ (Honeymoon Murder)।
বলিউডের ঘনিষ্ঠ সূত্রের খবর, আমির খান সম্প্রতি এই ‘মধুচন্দ্রিমার খুন’ মার্ডার’ (Honeymoon Murder) সংক্রান্ত সমস্ত খবর ও তথ্য ঘেঁটে দেখছেন। খুনের অভিযোগে অভিযুক্ত নববধূ সোনম রঘুবংশী এবং তাঁর প্রেমিক রাজ কুওয়াহারকে ঘিরেই সিনেমার মূল প্লট গড়ে উঠতে পারে মার্ডার’ (Honeymoon Murder)। বলা হচ্ছে, আমির এই রোমহর্ষক কাহিনির ওপর বেশ কিছুদিন ধরেই গবেষণা চালাচ্ছেন, এমনকি নিজের প্রোডাকশন হাউসেও এই প্রকল্প নিয়ে আলোচনার সূত্রপাত হয়েছে মার্ডার’ (Honeymoon Murder)।
গত ১৯ মে বিয়ে হয় রাজা রঘুবংশী এবং সোনমের মার্ডার’ । মাত্র চার দিন পর, ২৩ মে মেঘালয়ের চেরাপুঞ্জিতে মধুচন্দ্রিমার সময় নিখোঁজ হয়ে যান এই নবদম্পতি। পরবর্তীতে একটি জলপ্রপাতের নিচ থেকে রাজার মৃতদেহ উদ্ধার হয়। প্রথমদিকে পরিবার দাবি করে, দুষ্কৃতীরা সোনমকে অপহরণ করেছে ও রাজাকে খুন করেছে। কিন্তু কয়েক দিনের মধ্যে উত্তরপ্রদেশের গাজিপুর থেকে গ্রেপ্তার করা হয় সোনমকে মার্ডার’ (Honeymoon Murder)। পরে তদন্তে জানা যায়, স্বামীকে হত্যার পিছনে ছিল সোনম নিজেই। প্রেমিক রাজের সঙ্গে মিলে ভাড়াটে খুনিদের দিয়ে এই পরিকল্পনা বাস্তবায়িত করেছিলেন তিনি।
সেই ভয়ংকর, জটিল, এবং মনস্তাত্ত্বিকভাবে গভীর গল্পকে এবার হয়তো পর্দায় আনবেন আমির খান। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে তাঁর প্রোডাকশন হাউস এই বিষয়ে কিছু ঘোষণা করেনি, তবে ধারণা করা হচ্ছে ‘মহাভারত’ প্রজেক্টের পর এটি হতে পারে তাঁর পরবর্তী বড় বাজেটের রিয়েল-ক্রাইম থ্রিলার।