রাশিয়ার কামচাটকা উপকূলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প! হাওয়াই ও রাশিয়ার কিছু অঞ্চলে জারি করা হয়েছে সুনামি (Tsunami) সতর্কতা—প্রচণ্ড কম্পনে আতঙ্ক ছড়াল প্রশান্ত মহাসাগরীয় এলাকায়।
রবিবার (স্থানীয় সময় অনুযায়ী সকাল) রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা উপদ্বীপের পূর্ব উপকূলে এক ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল গোটা এলাকা (Tsunami)। এই ভূকম্পনের কেন্দ্রস্থল ছিল ভূমির ১০ কিলোমিটার গভীরে, প্রশান্ত মহাসাগরের জলরাশির ঠিক নিচে, পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহরের কাছাকাছি (Tsunami)।
প্রথমে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (GFZ) ভূমিকম্পটির মাত্রা ৬.৭ বলে জানালেও, পরে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (EMSC) এবং ইউএস জিওলজিক্যাল সার্ভে (USGS) তা সংশোধন করে ৭.৪ মাত্রা ঘোষণা করে। এই শক্তিশালী ভূমিকম্পের কারণে ৩০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সুনামি ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে মার্কিন সুনামি সতর্কতা কেন্দ্র।
ভূমিকম্পটি আঘাত হানে জিএমটি অনুযায়ী সকাল ৮টা ৪৯ মিনিটে। এই ঘটনার পরপরই যুক্তরাষ্ট্রের জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র থেকে জানানো হয়—কামচাটকার পূর্ব উপকূল এবং হাওয়াইয়ের কিছু এলাকায় “hazardous tsunami waves” বা বিপজ্জনক সুনামি ঢেউ তৈরি হতে পারে।
এই মুহূর্তে কোনো উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে পরিস্থিতির ওপর কঠোর নজরদারি চালাচ্ছে স্থানীয় প্রশাসন এবং আন্তর্জাতিক ভূতাত্ত্বিক সংস্থাগুলি।