বঙ্গোপসাগরের উপর একটানা নিম্নচাপের প্রভাবে রীতিমতো নাকানিচোবানি খাচ্ছেন রাজ্যবাসী (Weather Update)। একটু স্বস্তি মিলেছিল ঠিকই, কিন্তু সেই আশাও দীর্ঘস্থায়ী হলো না। ফের একবার নতুন নিম্নচাপের আশঙ্কায় মাথায় হাত আবহাওয়াবিদদের (Weather Update)। আলিপুর আবহাওয়া দফতরের মতে, আগামী ২৪ জুলাই উত্তর বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ফের একবার দক্ষিণবঙ্গের উপর ভয়াবহ প্রভাব ফেলতে চলেছে।
এই নিম্নচাপের কারণে ২৪ তারিখেই দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল (Weather Update)। এরপর ২৫ জুলাই থেকে প্রভাব আরও বাড়বে। দুই মেদিনীপুর ও বাঁকুড়াসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ২৬ তারিখও পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে (Weather Update)।
এই আবহেই আসছে একুশে জুলাই, রাজ্যের রাজনৈতিক ক্যালেন্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলির একটি (Weather Update)। শাসকদল তৃণমূল কংগ্রেস প্রতি বছরের মতো এবারও ধর্মতলায় বিশাল সমাবেশের আয়োজন করেছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দলের কর্মী ও সমর্থকেরা কলকাতার উদ্দেশে যাত্রা শুরু করবেন আগের রাত থেকেই। কিন্তু আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, একুশে জুলাই কলকাতাসহ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে ২১ জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গে জলীয়বাষ্প বেশি থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। ফলে রাজ্যের আবহাওয়াজনিত পরিস্থিতি নিয়ে প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট।
এই আবহাওয়ার মাঝে রাজনৈতিক সভা ঠিক কীভাবে সম্পন্ন হবে, এখন সেটাই দেখার বিষয়। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নানা জল্পনা—এই বৃষ্টি কি তৃণমূলের মহাসভার পথে বাধা হয়ে দাঁড়াবে? সময়ই বলবে।