বলিউডের প্রখ্যাত অ্যাকশন ডিরেক্টর শ্যাম কৌশল ( Sham Kaushal), যিনি ১৯৮০ এবং ১৯৯০-এর দশকে তার স্টান্ট কোরিওগ্রাফির জন্য পরিচিত ছিলেন, আজকের প্রজন্মের কাছে তিনি মূলত অভিনেতা ভিকি কৌশল ও সানি কৌশল-এর বাবা ন হিসেবেই বেশি পরিচিত। যদিও তার ক্যারিয়ার ধীরে ধীরে এগিয়ে চলছিল, ২০০৩ সালে এক মর্মান্তিক ঘটনার মুখোমুখি হয়ে বদলে যায় তার জীবন।
লাদাখে হৃতিক রোশন অভিনীত লক্ষ্য সিনেমার শুটিং চলাকালীন, হঠাৎ করেই পেটের অসহ্য যন্ত্রণায় আক্রান্ত হন শ্যাম কৌশল ( Sham Kaushal)। তাকে ভর্তি করা হয় সেনা হাসপাতালে। যদিও শারীরিক কষ্টকে উপেক্ষা করে তিনি শুরু করেন শ্যাম বেনেগালের নেতাজি সুভাষচন্দ্র বসু ছবির কাজ। কিন্তু এই যন্ত্রণা কেবল শারীরিক ক্লান্তি নয়, এর পেছনে ছিল এক মারাত্মক সত্য—ক্যানসার।
সম্প্রতি একটি পডকাস্টে অমান আউজলার সঙ্গে আড্ডায়, শ্যাম কৌশল ( Sham Kaushal) এই কাহিনি প্রথমবারের মতো বিস্তারিতভাবে শেয়ার করেন। তিনি বলেন, “আমি অনেকদিন ধরে এই গল্পটা লুকিয়ে রেখেছিলাম, কারণ ভয় ছিল কাজ পাব না। কিন্তু এখন মনে হচ্ছে বলার সময় এসেছে।”
তিনি ( Sham Kaushal) জানান, ডাক্তার পরীক্ষা করে বলেন, “অপারেশন করতেই হবে।” অপারেশন হয় প্রায় তিন ঘণ্টা ধরে। সেই রাতে তার জ্ঞান ছিল না, এবং পুরোপুরি সাড়ে ওঠেন তিন দিন পর। তখনই তিনি লক্ষ্য করেন, তার চারপাশের মানুষদের চোখেমুখে গভীর উদ্বেগ।
শেষ পর্যন্ত জানা যায়, ডাক্তাররা তার পেট থেকে একটি বস্তু অপসারণ করে, যেটিকে পাঠানো হয় পরীক্ষার জন্য। রিপোর্টে দেখা যায়, সেটি ক্যানসারাস ছিল। ডাক্তার সরাসরি জানিয়ে দেন, “আপনার হয়তো বেশি দিন বাঁচার সম্ভাবনা নেই।”
এই খবর শোনার পর শ্যাম কৌশলের মনে এসেছিল, তিনতলার বারান্দা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করার কথা। সেই কঠিন মুহূর্তগুলো স্মরণ করে তিনি বলেন, “আজ ভাবি, বাঁচাটা কতো বড় আশীর্বাদ।”
আজ তিনি শুধু একজন সফল অ্যাকশন ডিরেক্টরই নন, জীবনের সঙ্গে লড়াই করে ফিরে আসা একজন যোদ্ধা।