Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • চুপিসারে রেকর্ড ভেঙে দিল ‘সইয়ারা’! ডেবিউতেই বাজিমাত আহান-অনীতের!
বিনোদন

চুপিসারে রেকর্ড ভেঙে দিল ‘সইয়ারা’! ডেবিউতেই বাজিমাত আহান-অনীতের!

saiyaara
Email :7

কোনও জাঁকজমক নয়, ছিল না কোনও ভাইরাল মার্কেটিং ক্যাম্পেন কিংবা সাংবাদিকদের ভিড়ে ঠাসা প্রিমিয়ার নাইট—তবুও ১৮ জুলাই ২০২৫ মুক্তির পর চুপিসারে সবাইকে চমকে দিল ‘সইয়ারা’ (Saiyaara)। মোহিত সুরি পরিচালিত এই আবেগময় প্রেমকাহিনি যেন হঠাৎ করেই রূপ নিয়েছে বছরের সবচেয়ে বড় চমক হিসেবে। যশ রাজ ফিল্মস প্রযোজিত এই ছবিটি (Saiyaara) শুধুমাত্র মুক্তির প্রথম দিনেই আয় করেছে ₹২১.২৫ কোটি!

ডেবিউ করেই মন কেড়েছেন প্রধান দুই চরিত্রে (Saiyaara) অভিনয় করা আহান পাণ্ডে ও অনীত পাড্ডা। তাঁদের স্ক্রিন কেমিস্ট্রি নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। এমনকি খোদ পরিচালক অনুরাগ বসুও মুগ্ধ হয়েছেন ‘সইয়ারা’-তে (Saiyaara)! সদ্য ‘মেট্রো ইন দিনো’ শেষ করে ‘আশিকি ৩’-এর প্রস্তুতিতে ব্যস্ত অনুরাগ টুইট করে ছবির প্রশংসা করেন। উত্তরে মোহিত সুরি আবেগভরে লেখেন, “লাভ ইউ দাদা! ফরএভার অ্যান্ড এভার অ্যান্ড এভার!!”

তবে শুধু প্রশংসা নয়, বক্স অফিসেও সইয়ারা ভেঙে দিয়েছে মোহিত সুরির আগের সব রেকর্ড। মুক্তির দিনে আয় করে ছাড়িয়ে গিয়েছে তার আগের হিটগুলোকে—মার্ডার ২ (₹৬.৯৫ কোটি), আশিকি ২ (₹৬.১০ কোটি), হাফ গার্লফ্রেন্ড (₹১০.৩০ কোটি), এমনকি ‘এক ভিলেন’ (₹১৬ কোটি)-কেও।

সারা দেশে ৩,৫২৩টি স্ক্রিনে মুক্তি পাওয়া এই ছবির গড় দর্শক উপস্থিতি ছিল ৪১.০৭%—যার মধ্যে শুধু মুম্বইতেই চলেছে ৬৪৯টি শো, আর দিল্লি-এনসিআরে ৮০৪টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts