Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • আকাশে আতঙ্ক! মাঝআকাশে ফ্লাইটের দরজা খুলতে গিয়ে ‘মৃত্যু হুমকি’ — তাণ্ডব চালাল ২৩ বছরের যুবক!
বিদেশ

আকাশে আতঙ্ক! মাঝআকাশে ফ্লাইটের দরজা খুলতে গিয়ে ‘মৃত্যু হুমকি’ — তাণ্ডব চালাল ২৩ বছরের যুবক!

us flight
Email :7

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ফ্লাইটে (US Flight) মধ্যআকাশে আতঙ্ক ছড়াল এক তরুণ যাত্রীর উন্মত্ত কাণ্ডে। ডেট্রয়েট থেকে ওমাহার উদ্দেশে যাত্রা করা স্কাইওয়েস্ট ফ্লাইট ৬১২-তে বৃহস্পতিবার (১৭ জুলাই) ঘটে এই ঘটনা। ফ্লাইটে থাকা ২৩ বছর বয়সী মারিও নিকপ্রেলাজ হঠাৎ করেই বিমানের (US Flight) ইমার্জেন্সি এক্সিট দরজা খোলার চেষ্টা করেন এবং এক ফ্লাইট অ্যাটেনডেন্টকে হত্যা করার হুমকি দেন। শুধু তাই নয়, তিনি ওই কর্মীকে ধাক্কাও দেন বলে অভিযোগ।

বিমানটিতে (US flight) তখন ৬৭ জন যাত্রী এবং ৪ জন ক্রু সদস্য ছিলেন। পরিস্থিতি দ্রুত হাতের বাইরে চলে যাওয়ার আগেই পাইলটেরা তা আঁচ করতে পেরে ফ্লাইটটি সিডার র‍্যাপিডস, আইওয়াতে জরুরি অবতরণ করান। নিরাপদে অবতরণ করার পর বিমানে অপেক্ষমান (US flight) পুলিশ সদস্যরা ওই যুবককে হেফাজতে নেন।

নিকপ্রেলাজকে বর্তমানে ফেডারেল হোল্ডে লিন কাউন্টিতে আটক রাখা হয়েছে। আগামী সপ্তাহে তিনি সিডার র‍্যাপিডসের ফেডারেল কোর্টে প্রথমবারের মতো আদালতে হাজির হবেন।

ঘটনাস্থলে উপস্থিত এক সহযাত্রী, জোনাথন স্পেনসার ভ্যান ডার ওয়ারডেন, The New York Times–কে জানান, উক্ত যুবক শুরু থেকেই অদ্ভুত আচরণ করছিলেন। উড়ান শুরু হওয়ার আগেই তিনি অস্বাভাবিকভাবে দাঁড়িয়ে যান এবং পরবর্তী সময়ে, যখন বিমানকর্মীরা পানীয় সরবরাহ করছিলেন, তখন আচমকাই ইমার্জেন্সি দরজাটি খোলার চেষ্টা করেন। তৎক্ষণাৎ কেবিন ক্রু ও যাত্রীরা এগিয়ে এসে তাঁকে থামান।

এই ঘটনার জেরে বিমানে থাকা যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পাইলট এবং কেবিন ক্রুর তৎপরতায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts