Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • ৩২০০ কোটি টাকার মদ কেলেঙ্কারি! রাজ্যের তোলপাড়—YSR সাংসদ মিথুন রেড্ডি গ্রেফতার!
দেশ

৩২০০ কোটি টাকার মদ কেলেঙ্কারি! রাজ্যের তোলপাড়—YSR সাংসদ মিথুন রেড্ডি গ্রেফতার!

mp arrested
Email :7

৩,২০০ কোটি টাকার অন্ধ্রপ্রদেশ মদ কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়! গ্রেফতার করা হয়েছে ওয়াইএসআর কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পি ভি মিথুন রেড্ডিকে (MP Arrested)। শনিবার বিজয়ওয়াড়ার এসআইটি (স্পেশাল ইনভেস্টিগেশন টিম) অফিসে দীর্ঘ সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে হেফাজতে নেয় তদন্তকারী সংস্থা। মামলায় চতুর্থ অভিযুক্ত হিসেবে নাম রয়েছে মিথুন রেড্ডির (MP Arrested) (A4)।

অভিযোগ, মদ নীতি জালিয়াতি, শেল কোম্পানির মাধ্যমে কালো টাকার লেনদেন এবং গোপন বৈঠকের মাধ্যমে পুরো চক্র পরিচালনার পেছনে সক্রিয় ভূমিকা ছিল এই সাংসদের। অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে আগেই তাঁর আগাম জামিনের আবেদন খারিজ হয়েছিল (MP Arrested)। পরবর্তীতে সুপ্রিম কোর্টও সেই আবেদন নাকচ করে দেয়, যার পরই গ্রেফতারির পথ সুগম হয়।

এই মামলায় ইতিমধ্যেই ধনুঞ্জয় রেড্ডি, কৃষ্ণ মোহন রেড্ডি ও বালাজি গোবিন্দাপ্পা-সহ একাধিক প্রভাবশালী ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এখন মিথুন রেড্ডির গ্রেপ্তারিকে ঘিরে রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়েছে।

ওয়াইএসআর কংগ্রেসের পক্ষ থেকে এই পদক্ষেপকে “রাজনৈতিক প্রতিহিংসা” বলে অভিযোগ করা হয়েছে। দলের জ্যেষ্ঠ নেতা মল্লাদি বিষ্ণু বলেন, “এটি নিছকই প্রতিশোধের রাজনীতি। জগন মোহন রেড্ডির ঘনিষ্ঠদের টার্গেট করে প্রতিহিংসার রাজনীতি চালাচ্ছে চন্দ্রবাবু নাইডুর সরকার। আমরা খুব শীঘ্রই এই জোট সরকারের ব্যর্থতা ও দুর্নীতির মুখোশ খুলে দেব।”

অন্যদিকে, দলের আরেক নেতা এল অ্যাপ্পি রেড্ডি মিথুন রেড্ডির পক্ষ নিয়ে বলেন, “ওঁর রাজনৈতিক পরিবারের অতীত গৌরবময়। তদন্তের মুখোমুখি হওয়ার মধ্যে দিয়েই উনি প্রমাণ করেছেন যে ওঁর ভিতরে কোনও ভয় নেই এবং আইনের উপর তাঁর আস্থা রয়েছে।”

এই দুর্নীতির মামলাকে (MP Arrested) ঘিরে অন্ধ্রপ্রদেশে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। শাসক-বিরোধী তরজায় উত্তাল রাজনীতি। এই মামলার ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর এখন গোটা রাজ্যের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts