বিহারে ভোটের দামামা এখনও বেজে না উঠলেও রাজনৈতিক উত্তেজনার আঁচ আগেই ছড়িয়ে পড়েছে। তারই মাঝে শুক্রবার ‘জন সুরাজ পার্টি’র প্রধান ও প্রখ্যাত ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishore) গুরুতর আহত হলেন এক মর্মান্তিক ঘটনায়। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে আরার এক সভায় অংশ নিতে গিয়ে পথসভা চলাকালীন আচমকাই একটি গাড়ি এসে ধাক্কা মারে তাঁকে। প্রচণ্ড যন্ত্রণায় ককিয়ে ওঠেন প্রশান্ত কিশোর। জানা গিয়েছে, তাঁর পাঁজরে আঘাত লেগেছে এবং সফ্ট টিস্যুতে গুরুতর চোট পেয়েছেন তিনি (Prashant Kishore)।
ঘটনার পর তড়িঘড়ি মঞ্চের পাশে নিয়ে যাওয়া হয় প্রশান্তকে (Prashant Kishore)। সেখান থেকে কোনও বিলম্ব না করে তাঁকে পটনায় স্থানান্তরিত করা হয় চিকিৎসার জন্য। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁকে প্রাথমিক চিকিৎসার পর আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে। যদিও হাঁটাচলা করতে তাঁর (Prashant Kishore) অসুবিধা হচ্ছে বলেই জানা গেছে। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, দুই দিক থেকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে তাঁকে। তাঁর দল ‘জন সুরাজ পার্টি’ এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। তবে সূত্রের খবর, প্রশান্ত এখন স্থিতিশীল এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
মেডিভার্সাল হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, প্রচণ্ড ভিড়ের মধ্যে একটি গাড়ির দরজা সটান গিয়ে লাগে প্রশান্ত কিশোরের পাঁজরে v। সেই ধাক্কায় তিনি সফ্ট টিস্যু ইনজুরিতে ভোগেন। যদিও হাড়ে কোনও চিড় বা গুরুতর ক্ষতি হয়নি, তবে সম্পূর্ণ বিশ্রাম জরুরি বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, রাজনীতির ময়দানে নতুন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন প্রশান্ত কিশোর। ভোটকুশলীর পরিচয় ঝেড়ে ফেলে তিনি এখন পুরোদস্তুর রাজনীতিক। নিজের রাজ্য বিহারকে দারিদ্রমুক্ত করার অঙ্গীকার নিয়ে ‘জন সুরাজ যাত্রা’ নামে এক মহাযজ্ঞ শুরু করেছিলেন তিনি, যেখানে পায়ে হেঁটে ঘুরে বেড়িয়েছেন রাজ্যের প্রান্তে প্রান্তে। তাঁর দাবি, আগামী বিধানসভা নির্বাচনে বিহারের ২৪৩টি আসনে প্রার্থী দেবেন তিনি, আর তাঁর দলে থাকবে বিভিন্ন পেশার শিক্ষিত ও গুণী মানুষজন।
প্রশান্ত কিশোরের (Prashant Kishore) এই আকস্মিক দুর্ঘটনায় বিহারের রাজনৈতিক আবহে ছড়িয়েছে চাঞ্চল্য। বিরোধীরা ইতিমধ্যেই বিষয়টিকে ঘিরে নানা জল্পনা ও মন্তব্য করতে শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনাকে কেন্দ্র করে সহানুভূতির একটা ঢেউ তৈরি হতে পারে, যা নির্বাচনের আগে প্রশান্ত কিশোরের জনভিত্তি আরও মজবুত করতে পারে।
বিহারের রাজনীতিতে এবার লড়াই হতে চলেছে ত্রিমুখী — একদিকে জেডিইউ-বিজেপি জোট, অন্যদিকে রাষ্ট্রীয় জনতা দল-কংগ্রেস-বাম জোট, আর তৃতীয় শক্তি হিসেবে ক্রমশ উঠে আসছে ‘জন সুরাজ পার্টি’। আহত অবস্থাতেও প্রশান্ত কিশোর যে এই লড়াই থেকে পিছিয়ে আসছেন না, সেটাই এখন দেখার বিষয়।