বলিউড থেকে এল উদ্বেগজনক খবর। বিখ্যাত পরিচালক ও অভিনেতা রাকেশ রোশন (Rakesh Roshan) বর্তমানে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে চিকিৎসাধীন। গত ১৬ জুলাই আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। গলার রক্তনালীতে জটিল সমস্যার কারণে জরুরি ভিত্তিতে ‘নেক অ্যাঞ্জিওপ্লাস্টি’ করতে হয় তাঁকে (Rakesh Roshan) । পরিবারের তরফে জানানো হয়েছে, কোনওরকম সময় নষ্ট না করে তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকদের পরামর্শেই।
রাকেশ রোশনের (Rakesh Roshan) কন্যা সুনাইনা রোশন জানিয়েছেন, অস্ত্রোপচার সফল হয়েছে এবং তিনি এখন বিপদমুক্ত। প্রথমে তাঁকে আইসিইউ-তে রাখা হলেও বর্তমানে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। হাসপাতাল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, রাকেশ রোশন (Rakesh Roshan) ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং চিকিৎসায় যথাযথ সাড়া দিচ্ছেন।
এই কঠিন সময়ে বাবার (Rakesh Roshan) পাশে ছায়ার মতো রয়েছেন হৃত্বিক রোশন। প্রায় প্রতিদিনই হাসপাতালে দেখা যাচ্ছে হৃতিককে। সঙ্গে রয়েছেন তাঁর প্রেমিকা সাবা আজাদ ও বোন সুনাইনা রোশন। তাঁরা নিয়মিত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে রাকেশ রোশনের শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন।
চিকিৎসকদের মতে, যেহেতু অস্ত্রোপচার সফল হয়েছে এবং বর্তমানে কোনও বড় ঝুঁকি নেই, তাই রাকেশ রোশন দ্রুতই কাজে ফিরতে পারবেন। যদিও আপাতত বিশ্রামের প্রয়োজন রয়েছে। তাঁর শারীরিক অবস্থার কথা প্রকাশ্যে আসতেই উদ্বেগে ভুগছেন ভক্তরা। অনেকে সোশ্যাল মিডিয়ায় তাঁর দ্রুত আরোগ্য কামনা করে বার্তা পাঠিয়েছেন।
রাকেশ রোশনের অসুস্থতার খবরে ফের একবার নড়ে বসেছে বলিউড মহল। তবে ইতিবাচক খবর হল, তিনি বিপদ কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন, যা তাঁর অনুরাগীদের কাছে বড় স্বস্তির খবর।