Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • আইসিইউ-তে খুন! নিউ টাউনের বিলাসবহুল ফ্ল্যাট থেকে ধরা পড়ল পাঁচ দুষ্কৃতী! বিহার পুলিশের হানা ঘিরে উত্তাল বাংলা!
রাজ্য

আইসিইউ-তে খুন! নিউ টাউনের বিলাসবহুল ফ্ল্যাট থেকে ধরা পড়ল পাঁচ দুষ্কৃতী! বিহার পুলিশের হানা ঘিরে উত্তাল বাংলা!

patna shoot out
Email :19

বিহারের পাটনায় হাসপাতালের ভিতর খুন (Patna Shootout)! আইসিইউ-তে চিকিৎসাধীন বিচারাধীন বন্দিকে (Patna Shootout) গুলি করে খুন করেছিল একদল দুষ্কৃতী। সেই রোমহর্ষক ঘটনার রেশ এবার ছড়িয়ে পড়ল বাংলায়। ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজ ঘিরে উত্তাল গোটা বিহার। আর এবার সেই তদন্তে বড় সাফল্য পেল পুলিশ। নিউ টাউনের একটি অভিজাত আবাসন থেকে শনিবার ভোররাতে পাঁচজনকে আটক করল বিহার ও বাংলার STF।

হত্যাকাণ্ডের (Patna Shootout) মূল ভিকটিম ছিলেন বিচারাধীন বন্দি চন্দন মিশ্র। চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি পেয়ে পাটনার পরশ হাসপাতালের আইসিইউ-তে ভর্তি ছিলেন তিনি। আর সেখানেই প্রবেশ করে ঠান্ডা মাথায় তাঁকে গুলি (Patna Shootout) করে খুন করা হয়। ফুটেজে দেখা যায়, মুখোশধারী দুষ্কৃতীরা রীতিমতো পরিকল্পিতভাবে ঢুকে চন্দনকে গুলি করে পালিয়ে যায়।

খুনের ৪৮ ঘণ্টার মধ্যে নিউ টাউনের বিল্ডিং ঘিরে ফেলে STF। অভিযান চালিয়ে ধরা হয় পাঁচ সন্দেহভাজনকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করেই ধৃতদের পাটনা নিয়ে যাওয়া হবে।

এছাড়া আরও এক সন্দেহভাজনকে জেরা করা হচ্ছে পুরুলিয়া জেল থেকে (Patna Shootout)। সেই ব্যক্তি হলেন কুখ্যাত শেরু সিং। জানা গিয়েছে, এই খুনের ছক বিহারের জেল থেকেই কষা হয়েছিল। শেরুর দাবি, তাঁর দলের এক সদস্যই বন্দি অবস্থায় এই পরিকল্পনা করেছিল। সেই তথ্যের ভিত্তিতে এখন তদন্ত আরও গভীরে নামছে পুলিশ।

এই ঘটনায় নতুন করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলি। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বিস্ফোরক অভিযোগ তুলে বলেন, “বারবার কেন দুষ্কৃতীরা বাংলাতেই আসে লুকোতে? কেন মনে হয়, নিউ টাউনের মতো জায়গা তাদের জন্য নিরাপদ? বাংলার আইন-শৃঙ্খলা কি শুধুই দুষ্কৃতীদের আখড়া হয়ে উঠেছে?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts