উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বসুন্ধরা এলাকায় বৃহস্পতিবার মাংস বিক্রির প্রতিবাদে জোরপূর্বক বন্ধ করে দেওয়া হয় বেশ কয়েকটি রেস্তরাঁ, যার মধ্যে ছিল জনপ্রিয় ফুড চেইন KFC ও নাজির ফুড। একটি স্বঘোষিত হিন্দু সংগঠন ‘হিন্দু রক্ষা দল’-এর সদস্যরা এই হাঙ্গামা সৃষ্টি করে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনার একটি ভিডিও শুক্রবার ভাইরাল হয় সামাজিক মাধ্যমে।
ভিডিওতে দেখা যায়, রেস্তরাঁর কর্মীদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ছেন কয়েকজন যুবক। তাঁরা স্লোগান দিচ্ছেন—‘ভারত মাতার জয়’, ‘জয় শ্রীরাম’, এবং কিছুক্ষণের মধ্যেই জোর করে দোকানের শাটার নামিয়ে দিচ্ছেন। সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব এই ভিডিওটি টুইট করে প্রশ্ন তুলেছেন—“কে কিনল KFC?”
সূত্রের খবর, সাওনের পবিত্র মাস ও কানওয়ার যাত্রা চলাকালীন ওই এলাকায় মাংস বিক্রি ‘অপমানজনক’—এই যুক্তি দেখিয়ে রেস্তরাঁ বন্ধ করার দাবি তোলে সংগঠনটি। যদিও প্রশাসনের তরফে কোনও সরকারি নিষেধাজ্ঞা নেই মাংস বিক্রি নিয়ে (KFC)।
NDTV-কে এক বিক্ষোভকারী বলেন, “এখানে হিন্দুদের যাত্রা চলছে। এই সময় মাংস বিক্রি করে কারা? এটা হিন্দুস্তান, এখানে হিন্দুরা যা চায়, সেটাই হবে।” ঘটনার পর পরই ইন্দিরাপুরম থানা এলাকার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, দোকানগুলোর স্বাভাবিক কার্যকলাপ (KFC) ফের চালু করা হয়।
ACP অভিষেক শ্রীবাস্তব বলেন, “১৭ জুলাই এই ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। হাঙ্গামাকারীদের ছত্রভঙ্গ করা হয়। ইতিমধ্যেই থানায় একটি মামলা রুজু হয়েছে এবং অভিযুক্তদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে।” ঘটনাটিকে ঘিরে রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অখিলেশ যাদবের টুইট ঘিরে বিতর্ক ছড়িয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, “সাওনের নামে এই ধর্মীয় জবরদস্তি কতটা ন্যায্য?”