Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • ‘প্রমাণ লোপাট করলেন ওসি নিজে!’ — অভিজিৎ খুনে আদালতে তীব্র ক্ষোভ
রাজ্য

‘প্রমাণ লোপাট করলেন ওসি নিজে!’ — অভিজিৎ খুনে আদালতে তীব্র ক্ষোভ

kolkata police a
Email :14

২০২১ সালের বিধানসভা নির্বাচনের ঠিক পরেই কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের ঘটনায় এবার এক বড় মোড়। নারকেলডাঙা থানার তৎকালীন ওসি শুভজিৎ সেন, সাব ইন্সপেক্টর রত্না সরকার ও হোমগার্ড দীপঙ্কর এবার আদালতে হাজিরা দিলেন। তবে এই মামলায় অন্যতম অভিযুক্ত হিসেবে নাম থাকা বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল বিধায়ক পরেশ পাল এবং দুই কাউন্সিলর হাইকোর্টে (Calcutta High Court) আগাম জামিনের আবেদন করায় এদিন আদালতে উপস্থিত হননি।

মামলার (Calcutta High Court) সূত্রপাত ২০২১ সালের ২ মে বিকেলে, যখন বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিনই কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে প্রকাশ্যে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে। সেই সময়ই তাঁর দাদা বিশ্বজিৎ সরকার সরাসরি পুলিশের ভূমিকাকে কাঠগড়ায় (Calcutta High Court) তোলেন। সিবিআইকে দেওয়া তাঁর বয়ানে তিনি বিস্ফোরক অভিযোগ করেন, অভিজিতের রক্তে ভেজা ঘটনাস্থল থেকে রক্ত ধুয়ে দেওয়ার কাজ করেন তখনকার ওসি শুভজিৎ সেন নিজেই।

বিশ্বজিতের আরও অভিযোগ, ওসি অভিযুক্তদের দিয়ে ঘটনাস্থল সাফ করিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করেন। এমনকী, সাব ইন্সপেক্টর রত্না সরকার নাকি অভিজিতের মাকে সাদা কাগজে সই করিয়ে নেন — যাতে পরে তাঁকে দিয়ে কোনও জবানবন্দি ব্যবহার করা যায়। অভিযোগের তীরে পড়েছেন ঘটনাস্থলে উপস্থিত হোমগার্ড দীপঙ্করও (Calcutta High Court) ।

এইসব অভিযোগ নিয়ে ইতিমধ্যেই আদালতে দীর্ঘ শুনানি হয়েছে। আর এবার সিবিআই আদালতে বিচারক রোহন সিনহা এদিন পুলিশের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করে বলেন, “রক্ষকই যদি ভক্ষক হয়, তাহলে সমাজ কী করবে! সমাজ মানে আপনি আর আমি।” বিচারকের এমন মন্তব্যে আদালতজুড়ে একপ্রকার বিস্ফোরণ ঘটে যায়।

উল্লেখ্য, প্রথমদিকে এই মামলার তদন্ত করছিল কলকাতা পুলিশ। কিন্তু তদন্তে পক্ষপাতের অভিযোগ তুলে অভিজিতের পরিবার হাইকোর্টে যান। পরে হাইকোর্টের নির্দেশে তদন্তভার দেওয়া হয় সিবিআইয়ের হাতে। তদন্তের গতি যত এগিয়েছে, ততই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

বিচারপতি রোহন সিনহার এই পর্যবেক্ষণ যে তদন্ত এবং অভিযুক্ত পুলিশ আধিকারিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন আরও জোরালো করবে, তা বলাই বাহুল্য। এই মামলায় এখন আদালতের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে গোটা রাজ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts