দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Modi) সভার আগে এক চাঞ্চল্যকর ঘটনা। তাঁর আগমনের ঠিক কিছু সময় আগে সভাস্থলে আচমকাই আগুন লাগে। সরকারি মঞ্চ ও রাজনৈতিক সভামঞ্চের মাঝখান থেকে হঠাৎ ধোঁয়া বেরোতে শুরু করে (PM Modi)। প্রাথমিক অনুমান, শর্ট-সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।
সঙ্গে সঙ্গে ছড়ায় চাঞ্চল্য। কারণ, ইতিমধ্যেই হাজার হাজার বিজেপি কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ সভাস্থলে উপস্থিত হয়েছেন। প্রধানমন্ত্রীর (PM Modi) আগমন ঘিরে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তার মধ্যেই এই অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
দমকলের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন আয়ত্তে আনেন। আগুন বেশি ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আসায় বড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যায়। ঘটনাস্থলে ছিল বম্ব স্কোয়াড, স্পেশাল প্রোটেকশন গ্রুপ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরাও।
আজই বিহারে নির্বাচনী সভা সেরে সরাসরি পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। দুপুর তিনটেয় তাঁর দুর্গাপুরে সভা হওয়ার কথা। এর আগেই বিহার থেকে বাংলার উদ্দেশে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, “বীরভূম হবে বেঙ্গালুরু, জলপাইগুড়ি হবে জয়পুরের মতো।” তার এই বার্তা ঘিরে যেমন উচ্ছ্বাস, তেমনই সভাস্থলের আগুন নতুন করে উদ্বেগ তৈরি করেছে প্রশাসনের মধ্যে।
এই ঘটনার পর কেন্দ্র ও রাজ্য প্রশাসনের মধ্যে সমন্বয় আরও কড়া করা হয়েছে, সভাস্থলের নিরাপত্তা ব্যবস্থাও একধাক্কায় জোরদার করা হয়। যদিও আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ খুব বেশি না হলেও, নিরাপত্তা প্রশ্নে এক মুহূর্তের ঢিলেমিও বরদাস্ত করা হবে না বলে জানানো হয়েছে সরকারি স্তর থেকে।