পাকিস্তানের (Pakistan) দুটি শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল, জিও নিউজ (Geo News) ও এআরওয়াই নিউজ (ARY News) সম্প্রতি এমন একটি প্রতিবেদন সম্প্রচার করে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সেপ্টেম্বর মাসে পাকিস্তান (Pakistan) সফরে যাচ্ছেন। এই সংবাদ দ্রুত দেশজুড়ে আলোড়ন তোলে। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই উভয় চ্যানেল স্বীকার করে নেয় যে, তারা এই তথ্য যাচাই না করেই সম্প্রচার করেছে।
জিও নিউজ (Pakistan) একটি প্রকাশ্য বিবৃতি দিয়ে জানায়, “যাচাই না করেই আমরা যে খবর প্রচার করেছি তার জন্য দর্শকদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।” এদিকে এআরওয়াই নিউজের এক সিনিয়র কর্মকর্তা রয়টার্সকে জানান, পাকিস্তানের বিদেশ মন্ত্রণালয় থেকে এমন কোনো সফরের খবর জানানো হয়নি বলেই তারা খবরটি প্রত্যাহার করে নেয়।
এর আগে দিনের শুরুতে বিভিন্ন পাকিস্তানি (Pakistan) টিভি চ্যানেল জানায় যে, সেপ্টেম্বর মাসে ট্রাম্প ইসলামাবাদ সফরে যাবেন এবং সম্ভবত সেখান থেকে ভারতে রওনা হবেন। এই খবরে দেশজুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এমন পরিস্থিতিতে হস্তক্ষেপ করে হোয়াইট হাউস (Pakistan)। একজন মার্কিন কর্মকর্তা স্পষ্টভাবে বলেন, “এই মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্পের পাকিস্তান সফরের কোনো পরিকল্পনা নেই।” একইসঙ্গে ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাসের মুখপাত্র রয়টার্সকে জানান, “আমাদের পক্ষ থেকে এ বিষয়ে বলার মতো কিছুই নেই।”
পাকিস্তানের (Pakistan) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শফকত আলী খান ডন ডটকমকে জানান, “আমাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই।”
যদিও প্রেসিডেন্ট ট্রাম্পের পাকিস্তান (Pakistan) সফরের কোনো পরিকল্পনা নেই, তবুও সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক কিছুটা উন্নত হয়েছে। গত মাসেই ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে স্বাগত জানিয়েছিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে। এটি ছিল একটি নজিরবিহীন ঘটনা, কারণ এর আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট সরাসরি পাকিস্তানের সেনাপ্রধানকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানাননি।
প্রসঙ্গত, প্রায় দুই দশক ধরে কোনো মার্কিন প্রেসিডেন্ট পাকিস্তান সফর করেননি। সর্বশেষ এই সফর হয় ২০০৬ সালে, যখন তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ পাকিস্তানে পা রেখেছিলেন।
এদিকে ট্রাম্পের সেপ্টেম্বরের সফর নিয়ে নিশ্চিত ঘোষণা এসেছে, তবে তা পাকিস্তান নয়। ব্রিটেনের বাকিংহাম প্যালেস নিশ্চিত করেছে যে, আগামী ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন ট্রাম্প। এটি হবে তার দ্বিতীয়বারের ব্রিটেন সফর, যা রয়্যাল ওয়াচারদের মতে, একেবারেই ব্যতিক্রমী ঘটনা।












