পহেলগাঁও হামলার (Pahalgam Attack) রক্তাক্ত পরিণতি এবার পৌঁছল আন্তর্জাতিক মঞ্চে। পাকিস্তান ভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবার (LeT) একটি শাখা সংগঠন “The Resistance Front (TRF)”-কে আনুষ্ঠানিকভাবে ‘Foreign Terrorist Organisation’ (FTO) এবং ‘Specially Designated Global Terrorist’ (SDGT) হিসেবে ঘোষণা করল যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে জানান, “আজ TRF-কে FTO ও SDGT তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সংগঠনটি ভারতের পহেলগাঁওয়ে (Pahalgam Attack) সম্প্রতি যে নারকীয় সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে, তার দায় স্বীকার করেছে। এই হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন নিরীহ মানুষ, যা ২০০৮ সালের মুম্বাই হামলার পর ভারতের মাটিতে সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসী হামলা বলে মনে করা হচ্ছে।”
এই ঘোষণার ফলে TRF এবং এর সদস্যদের ওপর কড়া আর্থিক নিষেধাজ্ঞা ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে (Pahalgam Attack) । একসাথে সারা বিশ্বের সন্ত্রাসবিরোধী সহযোগিতা ও নজরদারি আরও শক্তিশালী হবে বলেও জানানো হয়েছে।
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, TRF বহুবার ভারতের নিরাপত্তা বাহিনীকে নিশানা করেছে এবং এর সরাসরি যোগসূত্র রয়েছে লস্কর-ই-তৈবার সঙ্গে। এখন থেকে TRF ও এর অন্যান্য ছায়া নাম লস্কর-ই-তৈবার সাথে যুক্ত হিসেবে FTO ও SDGT হিসেবে বিবেচিত হবে।
এই পদক্ষেপ মার্কিন প্রশাসনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ অনুসারে পাহালগাম হামলার জন্য আন্তর্জাতিক স্তরে ন্যায়বিচার প্রতিষ্ঠার এক দৃঢ় বার্তা দিয়েছে এই সিদ্ধান্ত।
ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের অভিবাসন ও জাতীয়তা আইন (Immigration and Nationality Act)-এর ২১৯ নম্বর ধারা এবং প্রেসিডেনশিয়াল এক্সিকিউটিভ অর্ডার ১৩২২৪ অনুযায়ী TRF-এর বিরুদ্ধে এই পদক্ষেপ কার্যকর করা হয়েছে। শীঘ্রই এই সিদ্ধান্ত ফেডারেল রেজিস্টারে প্রকাশের সঙ্গে সঙ্গে আইনত কার্যকর হবে।