উত্তরাখণ্ডের (Uttarakhand) পিথোরাগড় জেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন আটজন। মঙ্গলবার একটি যাত্রীবোঝাই জিপ রাস্তা থেকে ছিটকে পড়ে গিয়ে গভীর খাদের মধ্য দিয়ে একটি নদীতে গিয়ে পড়ে। দুর্ঘটনাটি ঘটে মুন্সিয়ারি থেকে বোকটা গ্রামে যাওয়ার পথে, যখন গাড়িটি ভান্ডারি গ্রামের সেতুর কাছে পৌঁছানোর মাত্র ২৫ ধাপ আগেই নিয়ন্ত্রণ হারিয়ে খাদের দিকে গড়িয়ে যায় (Uttarakhand) ।
১৩ জন যাত্রী নিয়ে চলা জিপটির যাত্রাপথ শেষ হওয়ার আগেই ঘটে এই বিপর্যয় (Uttarakhand) । পিথোরাগড় জেলার পুলিশ সুপার রেখা যাদব আজতকের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন (Uttarakhand) । তাঁর কথায়, ঘটনাস্থলে পুলিশ, রাজস্ব দফতরের কর্মী, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় (Uttarakhand) ।
জেলা প্রশাসনের এক্সিডেন্ট রিপোর্ট অনুযায়ী, দুর্ঘটনায় মোট আটজন প্রাণ হারিয়েছেন এবং ছয়জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জেলা হাসপাতালে রেফার করা হয়েছে উন্নত চিকিৎসার জন্য।
জানা গেছে, জিপে থাকা সমস্ত যাত্রী বোকটা গ্রামের বাসিন্দা ছিলেন। মৃতদের মধ্যে তিনজন স্কুলপড়ুয়া শিশু ও দুইজন মহিলা রয়েছেন। দুর্ঘটনার সময় জিপটি মুন্সিয়ারি থেকে বোকটার দিকে যাচ্ছিল।
এই হৃদয়বিদারক ঘটনার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী কার্যালয়ের (PMO) তরফে শোক প্রকাশ করা হয়েছে। অফিসিয়াল এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, “উত্তরাখণ্ডের পিথোরাগড়ে এক সড়ক দুর্ঘটনায় প্রাণহানিতে আমরা গভীরভাবে শোকাহত। যারা প্রিয়জন হারিয়েছেন, তাঁদের প্রতি রইল আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।”
একইসঙ্গে জানানো হয়েছে, নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে।
এই দুর্ঘটনা আবারও পাহাড়ি রাস্তায় নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার চিত্র তুলে ধরল। প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।