Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ‘হানিট্র্যাপ কুইন’ মহারাষ্ট্রে তাণ্ডব! ACP, DCP, আমলা—কারও রেহাই নেই, কোটি টাকার ব্ল্যাকমেল কাণ্ডে তোলপাড়
দেশ

‘হানিট্র্যাপ কুইন’ মহারাষ্ট্রে তাণ্ডব! ACP, DCP, আমলা—কারও রেহাই নেই, কোটি টাকার ব্ল্যাকমেল কাণ্ডে তোলপাড়

honey trap
Email :4

২০১৬ সালে চাঁদাবাজির মামলায় গ্রেফতার হওয়া এক মহিলাকে নিয়ে ফের চাঞ্চল্য ছড়াল মহারাষ্ট্রে (Honey trap)। এবার তাঁর বিরুদ্ধে অভিযোগ, রাজ্যের একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক ও আমলাদের ‘হানিট্র্যাপ’-এ ফেলে কোটি কোটি টাকার ব্ল্যাকমেল করেছেন তিনি। ইতিমধ্যেই থানে জেলার দুই সহকারী পুলিশ কমিশনার (ACP) তাঁর বিরুদ্ধে ধর্ষণের মিথ্যে অভিযোগ এনে ৪০ লক্ষ টাকা করে দাবি করার অভিযোগে মামলা করেছেন (Honey trap)।

তদন্তে উঠে এসেছে এক ভয়ঙ্কর চিত্র। তদন্তে নিযুক্ত এক মহিলা ACP জানান, অভিযুক্ত মহিলা নিজেকে কখনও অসহায় প্রাক্তন পুলিশ কনস্টেবল, কখনও বিধবা পরিচয় দিয়ে IPS অফিসার, আবগারি দফতরের আধিকারিক, GST অফিসার, স্কুল প্রধান, পুরসভার উচ্চপদস্থ কর্মীদের টার্গেট করতেন। হোয়াটসঅ্যাপ, ভিডিও কল, ব্যক্তিগত সাক্ষাতের মাধ্যমে তৈরি করতেন বিশ্বাস। তারপর গোপনে রেকর্ড করতেন আপত্তিকর ছবি ও ভিডিও, যা ব্যবহার করে শুরু করতেন ব্ল্যাকমেল (Honey trap)।

একজন IPS অফিসারকে একটি হোটেল ঘরে ডেকে, নিজেই পোশাক খুলে ভিডিও রেকর্ড করেন বলে অভিযোগ (Honey trap)। সেই ভিডিও দেখিয়ে দাবী করা হয় মোটা অঙ্কের টাকা। একাধিক ক্ষেত্রে অভিযোগকারিণী পরে অভিযোগ তুলে নিয়েছেন, অথবা গোপনে নিষ্পত্তি করে নিয়েছেন অর্থের বিনিময়ে (Honey trap)।

ইন্ডিয়া টুডে টিভির হাতে আসা একটি ডসিয়ারে দাবি, অভিযুক্ত মহিলার কর্মকাণ্ড ছড়িয়ে রয়েছে মুম্বই, থানে, পুনে ও নাসিক-সহ একাধিক শহরে। মহারাষ্ট্র পুলিশের অন্তত তিনজন ডেপুটি কমিশনার, একাধিক অ্যাসিস্ট্যান্ট কমিশনার, সিনিয়র ইন্সপেক্টর ও আবগারি আধিকারিক এই চক্রের শিকার।

২০১৬ সালে ওই মহিলাকে থানে ক্রাইম ব্রাঞ্চ অফিসার সেজে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়। তার পরেও তিনি একাধিক ছদ্মপরিচয় নিয়ে এই ধরনের কাজ চালিয়ে যান বলে অভিযোগ। তাঁর সাম্প্রতিক আগাম জামিনের আবেদন সেশনস কোর্ট খারিজ করলেও বম্বে হাইকোর্ট তাঁকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা দিয়েছে।

পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং আরও বহু ভুক্তভোগী সামনে আসতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এই চক্রের প্রকৃতি এবং বিস্তার নিয়ে তদন্তে নেমেছে একাধিক সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts