শেষ মুহূর্তে স্থগিত হল কেরলের (Kerala Nurse) নার্স নিমিষা প্রিয়ার মৃত্যুদণ্ড কার্যকর করার সিদ্ধান্ত। ইয়েমেনের রাজধানী সানায় অবস্থিত কারাগারে বন্দি এই ভারতীয় নার্সের শাস্তি মঙ্গলবার কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু ভারতের কূটনৈতিক তৎপরতা ও আলোচনার দলকে আরও কিছুটা সময় দেওয়ার স্বার্থে আপাতত শাস্তি স্থগিত করা হয়েছে বলে সরকারি সূত্রে খবর (Kerala Nurse) ।
৩৬ বছর বয়সি নিমিষা প্রিয়ার জীবন রক্ষায় ভারত সরকারের সর্বোচ্চ চেষ্টা চলছে (Kerala Nurse) । পলাক্কাড জেলার বাসিন্দা প্রিয়া ২০০৮ সালে জীবিকার সন্ধানে ইয়েমেনে যান। সেখানে তাঁর স্থানীয় ব্যবসায়িক সঙ্গী ছিলেন তালাল আব্দো মাহদি। অভিযোগ, ব্যবসায়িক বিবাদের জেরে নিমিষা তাঁর পাসপোর্ট ফেরত পেতে মাহদিকে ঘুমের ওষুধ দিয়ে অচেতন করার চেষ্টা করেন (Kerala Nurse) । কিন্তু অতিরিক্ত মাত্রায় ইনজেকশন দেওয়ায় মৃত্যু হয় মাহদির। পরে তাঁর দেহ কেটে একটি ভূগর্ভস্থ ট্যাঙ্কে লুকিয়ে ফেলা হয় বলে অভিযোগ ওঠে (Kerala Nurse) ।
এই ঘটনায় নিমিষা ও তাঁর এক সহকারী নার্সের বিরুদ্ধে হত্যা এবং দেহ গোপনের অভিযোগ ওঠে। ২০২০ সালে ইয়েমেনের এক স্থানীয় আদালত নিমিষাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। ২০২৩ সালে ইয়েমেনের সুপ্রিম কোর্টে শেষ আপিলও খারিজ হয়ে যায়। চলতি বছরের জানুয়ারিতে হুথি বিদ্রোহীদের শীর্ষ রাজনৈতিক পরিষদের প্রেসিডেন্ট মাহদি আল-মাশাত মৃত্যুদণ্ড অনুমোদন করেন।
তবে ইয়েমেনের শরিয়া আইনে, নিমিষা প্রাণভিক্ষা পেতে পারেন যদি নিহতের পরিবার ‘ব্লাড মানি’ গ্রহণ করে তাঁকে ক্ষমা করেন। এই মুহূর্তে আলোচনার দল নিহত মাহদির পরিবারকে এক মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার প্রস্তাব দিয়েছে (Kerala Nurse)।
এই আলোচনার মধ্যেই বড় ভূমিকা নিয়েছেন ভারতের প্রখ্যাত সুন্নি ধর্মীয় নেতা ও গ্র্যান্ড মুফতি কান্তাপুরম এপি আবুবকর মুসলিয়ার। তাঁর উদ্যোগেই ইয়েমেনের ধর্মীয় নেতা শেখ হাবিব উমর বিন হাফিজ আলোচনায় যুক্ত হন। সোমবার ধামার শহরে এক গুরুত্বপূর্ণ বৈঠক হয় মাহদি পরিবারের সঙ্গে, যেখানে হাফিজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মাহদির পরিবার ওই আলোচনায় অংশগ্রহণে সম্মত হয়েছে, যা আলোচনার প্রক্রিয়ায় আশার সঞ্চার করেছে (Kerala Nurse)।
এদিকে সোমবার ভারতের অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি সুপ্রিম কোর্টকে জানান, ভারত সরকার “সরকারি স্তরে খুব বেশি কিছু করতে পারছে না”, তবে ব্যক্তিগত স্তরে সর্বোচ্চ চেষ্টা চলছে। ইয়েমেনের প্রভাবশালী শেখ এবং ধর্মীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানান তিনি (Kerala Nurse)।
এই মুহূর্তে তদন্ত ও আলোচনার অগ্রগতি অত্যন্ত সংবেদনশীল পর্যায়ে রয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত ইয়েমেনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।